www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ওরা মুসলিম

আমি মুসলিম বলে আমি ঘৃণিত,
আমি মুসলিম বলে আজ অবহেলিত।
আমি মুসলিম বলে আমি সন্ত্রাস,
আমি মুসলিম বলে কর ফায়ার ব্রাশ।

মুসলিম কেন ওকে ধরো,
মুসলিম কেন ওকে মারো,
মুসলিম কেন ওকে জেলে পুর,
মুসলিম কেন ওকে ছুড়ে ফেল।

তুমি মুসলিম তাই নেই অধিকার,
তুমি মুসলিম তাই নেই বিচার।
তুমি মুসলিম তাই কর অপরাধ স্বীকার,
তুমি মুসলিম তাই তোমার উপর এত অত্যাচার।

জ্বালিয়ে পুড়িয়ে কর ছাড়খার,
মুসলিমের পবিত্র আল কোরআন।
যত পার কর ব্যঙ্গ,
মহান মানব মুহাম্মদের পবিত্র স্বত্ত্বার।

ওরা নিচে পড়ে থাক কারণ ওরা মুসলিম।
ওদের লাশের উপর কর ঊল্লাস কারণ ওরা মুসলিম।
কেউ দেবেনা ওদের খাবার কারণ ওরা মুসলিম।
কেউ বাড়াবে না সাহায্যের হাত কারণ ওরা মুসলিম।

আজ মুসলিমরা পদে পদে লাঞ্চিত,
আজ মুসলিমরা হেলায় পরিণত।
আজ মুসলিমরা রক্তে রঞ্জিত,
আজ মুসলিমরা ষড়যন্ত্রে পতিত।
26-05-2013
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সঞ্জয় ঋষি ২৪/০৯/২০১৩
    বিদ্রোহ আছে
    লেখায় ,
    যা শুধু নিজের ,
    অথাত কবির...
    খুব একটা বিস্তার
    পেল না কবিতাটি
    আমার কাছে
  • সব কথার বড় কথা আমরা মানুষ আমাদের একটা পরিচয়। কে মুসলিম, কে বৌদ্ধ, কে হিন্দু আর কে খ্রীষ্টান। এই তো গত পরশু একটি খ্রীষ্টান চাচে দুটি বোমা মেরে ৭৯ প্রাণ কেড়ে নিল? কি অপরাধ ছিল তাদের? কারা করেছে এই কাজ? বলতে পারবেন? কোন জবাব আছে আপনার কাছে? আসলে আমরা কেউ ভাল নেই। সবার অবস্থা এক।
    • আমিও আপনার সাথে একমত।তবে এর ব্যাখ্যা রয়েছে।ছোট পরিসরে এর বর্ননা সম্ভব নয়।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।সবসময় যেন পাশে পাই এইভাবে।
  • Înšigniã Āvî ২৩/০৯/২০১৩
    আমার সেটা মনে হয় না.....
    হয়তো কিছু দেশে যেগুলোকে তারাই 'ফার্স্ট ওয়ার্ল্ড' বলে সেখানে এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, তা বলে সব জায়গায় নয়
    • সত্য কথা। কিন্তু ঐ বিচ্ছিন্ন ঘটনাই একসময় বৃহৎ ঘটনার জন্ম দেয়।তাছাড়া এর আলোচনার পরিসর ব্যপক।এখানে তা সম্ভব নয় এবং তার দরকার ও নেই।ধন্যবাদ।সবসময় পাশে থাকার জন্য।
      • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
        :) আপনাকেও আমার পাশে পাবার আশা রাখি ।
 
Quantcast