www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তব অঙ্গে অনন্যা

সুহাসিনী অনন্যা শুভ্রতা তুমি
চিত্তহরনী তুমি সুনেত্র অধীকারীনি
সুরস কিন্নর কন্ঠী সুরলোকী দেবী
তব অঙ্গে দোলনে  বিমুগ্ধ আমি।

সুপর্ণ সতী সঞ্জীবনী  হে নারী
চিরঞ্জীব চঞ্চলতা বিনম্র তুমি
মেঘবতী কন্যা তুমি কোমলমতী  মন
তোমার কাছে করি মোর হৃদয় সমার্পন।

অভিরামা গড়ন তোমার দেখি ভরিয়ে নয়ন
তব অঙ্গ রূপ দেখিয়া জাগে কামনারও কারণ
নিজ অভিলাষ রাখি দমিয়ে হৃদয়ও কোণে
ক্ষনে ক্ষনে উথলে উঠে তোমার পরশও পেয়ে

অপ্সরী ইন্দ্রানী উতলা নারী
উচ্ছ্বাসে উজ্জীবিত মোর শিরা ধমনী
তব ইশারায় ভূলুণ্ঠিত মোর পুরুষালী
শত প্রচেষ্টায় নিভৃত নহে মোর কামভোগী

বিনয়ী বিনোদী চপলা হে নারী
তব লোচন নৃত্যে পরাস্থ আমি।
হসন্তী আত্রেয়ী আদর্শ তুমি
তোমারই পদ চরণে  মোরে দেয় সপি।

নিরন্তর নিরঙ্কুশ ভালবাসা তোমার তরে
নিজগুনে ক্ষমায় রেখো তব বাহুডোরে
জগদীশ্বরের পানে নাহি অতি আশা
তব ভালবাসায় যেন গড়ি এই বসুন্ধরা।

9/9/13
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সালমান মাহফুজ ১৬/০৯/২০১৩
    ঝঙ্কৃত শব্দের চমৎকার ব্যবহার ।
  • রোদের ছায়া ১৬/০৯/২০১৩
    ভালো । একটু বেশি গুনগান হয়ে গেলো মনে হচ্ছে তবে এটাও তো ভালোই।
    • হৃদয় গহীনে থাকা সকল নির্বাক শব্দ মালতো তারই তরে।অনিমেষ ভালবাসা আপনার জন্য।সেই সাথে ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
  • ভালো
 
Quantcast