www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতঃপর সে এসেছিলো

সে বলেছিলো, দরজাটা খুলে রেখো আমি আসবো
অতঃপর শুরু হলো আমার প্রহর গোনা
ও কখন আসবে, ও কখন আসবে
নিজেকে জাগিয়ে রাখার জন্য নজরুল পড়ছি, রবীন্দ্র পড়ছি
জানালার পাশে দাঁড়িয়ে হাস্নাহেনার সাথে কথা বলছি।
থেকে থেকে জীবনানন্দেও চোখ বুললাম খানিক,
তবু অপেক্ষার শেষ হয় না।

প্রহর গুনছি গুনছি আর গুনছি
সময় কাটাতে দু'কলম কবিতাও লিখে ফেললাম
চোখ ধাধালো গোধূলি বেলা
নিয়ে যাও তুমি
আমায় দাও স্নিগ্ধ শিশির ভোর
আর একরাশ বৃষ্টি স্নাত সন্ধ্যা।
কথা দিলাম , তোমায় দেবো শ্রাবণের প্লাবনে
এক অনাবিল ময়াময় জোছনা।
আর মন ভেজানো শিতল রাতের রজনীগন্ধা।

রাত বাড়ছে ভারি হচ্ছে প্রহর গোনা।
ঢুলুডুলু চোখের পাতায় ঘুম কন্যা
বারবার চোকি পেতে বসতে চাইছে
তাকে তাড়াতে গেয়ে উঠলাম-
"করো না জ্বালাতন, ছুঁয়ো না আঁখি
আসবে আসবে সে আসবে
আসবে সোঁয়া চান পাখি।"

আমার গান শুনে ঘুম কন্যাও উঠলো গুনগুনিয়ে
"কোথায় আছো মাসি পিসি
জ্বলদি করে এসো
একলা আমি পারছি না যে
তোমরাও চোখে বসো।"
অতঃপর মাসি পিসির গল্পে চোখ জড়িয়ে গেলো ঘুমে
আমি যখন নিদ রাজ্যের বাসিন্দা তখন সে এসেছিলো,
সমস্ত ঘরময় পৌঁছেছিল তার গায়ের গন্ধ।

ঘুম ভাঙতেই, চোখ খুলে দেখি পাখি গাইছে
সূর্য ছড়িয়ে দিয়েছে আলো
বিছানা ছেড়ে বাইরে এলাম-
দেখলাম যাবার বেলা রেখে গেছে পদচিহ্ন,
ঝরা পালক তার পড়ে আছে মাটিতে।

২২ অক্টোবর ২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Rayhan Kazi ১৪/০৮/২০২২
    অসাধারণ
  • বেশ রোমান্টিক কবি আপু
  • অভিজিৎ হালদার ১৪/০৮/২০২২
    সুন্দর পোস্ট
  • ফয়জুল মহী ১৪/০৮/২০২২
    মুগ্ধকর কথা মালা
  • ভাল লাগল।
  • সিবগাতুর রহমান ১২/০৮/২০২২
    অসাধারণ লিখেছেন। শুভকামনা রইলো।
 
Quantcast