www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মানবিকা-১২

নিঝুম, তৃপ্তির শেষ চুমটা কি আজো পেয়েছ?
আমি তোমার কাছে শিখেছিলাম
এভাবে কাউকে কিছু না বলে কখনও যেতে হয় না।
তুমি শিখিয়ে তুমিই সেটা প্রতি পলে পলে করো
এ কেমন শিক্ষা নিঝুম,
যে, শিক্ষক নিজেই শিক্ষার নীতি ভঙ্গ করে!
আমি তোমার জন্য একবুক তৃষ্ণা নিয়ে
চাতকের মত চেয়ে থাকি তুমি আসবে বলে,
তুমিও আসো, আমি দেখি তুমি এসেছ,
কিন্তু কিছু বলতেই ভিরু-কাপুরুষের মত পালিয়ে যাও।
ভালোবাসার পরিধি কি এতোই ঠুনকো,
চাইলে কাচের ক্লাসের মত ভেঙ্গে ফেলা যায়?
এ কোন রঙিন চশমা আজ তোমার চোখে?
-মানবিকা, তুমি আমায় ভুল বুঝনা
ভুরু বা কাপুরুষ আমি নই,
আমি কেবল শিকার মাত্র।
-হায়রে পরিস্থিতি, নারী পরিস্থিতির শিকার হলে
তোমরা তাকে বলো ছলনাময়ী
তোমরা পুরুষ, তোমরা প্রতারণা করেও
সমাজের চোখে তোমরা ধোয়া তুলসী পাতা
মিথ্যা বলো না নিঝুম, কি লাভ মিথ্যা বলে?
-আমি মিথ্যা বলিনা মানবিকা।
-জানতাম তুমি মিথ্যা বলো না
আর তাই তো এত বিশ্বাস আমি করেছিলাম।
আমার সে বিশ্বাস ভেঙ্গে খান খান হয়ে গেছে
তুমি তো রঙ বাহারি প্রজাপতি,
তুমি এখন অন্য ফুলের ভ্রমর।
তোমার দেওয়া যন্ত্রণাগুলো বুকে নিয়ে বেঁচে রব
তবু তোমার কাছে আর ফিরে যাবোনা নিঝুম।
কিন্তু তুমি আমার কাছে ফিরে আসবে,
তোমাকে আসতেই হবে,
কারণ তোমার প্রতিজ্ঞা তোমাকে তাড়া করে ফিরবে।
মনে রেখ নিঝুম, ফুলে যেমন মধু আছে তেমনি
ফুলে বিষও আছে, সে বিষের দহন বড় ভয়াবহ
সোনালী মোহ কেটে গেলে পড়ে রবে শুধুই শূন্য
এক একটি ফুল এক একটি সাপ হয়ে দংশন করবে
আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু
আমার বুকের দীর্ঘশ্বাস, আমার চোখের গরম জল
এরা তোমাকে কোন দিনও ক্ষমা করবে না।
-তুমি আমাকে অভিশাপ দিচ্ছ মানবিকা?
-না নিঝুম না, আমি তোমায় অভিশাপ দিচ্ছি না
আমি তোমাকে ঘৃণা করতে চাই তাও যে পারিনা
এ কেমন কাঁটা বিধেছে আমার গলায়?
না পারি গিলতে, না পারি ফেলতে।
শুধু যে ধুকে ধুকে মরি।
নিঝুম, আমার সুখ মাখা ভালোবাসা, আমার তন্ত নিশ্বাস
কিছুই কি বাজে না তোমার বুকে?
-বাজে মানবিকা, বাজে।
-সত্যি যদি বাজে তবে নিজেকে কেমন করে বদলালে তুমি?
নিঝুম সময়ের বন্ধকতা আসে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী
আর সেই বন্ধকতায় অন্য ফুলে উড়ে গিয়ে বসতে হয় কি?
ভালোবাসা তো কোন কাসের ক্লাস নয়।
-মানবিকা আমি কোথাও যাইনি আমি তোমার ছিলাম তোমারি আছি
-আর ছেলে ভোলানো গান শুনিও না, অনেক শুনেছি
-পাগলী মেয়ে চোখ মোছ এই বুকে এসে নিয়ে নাও সবটুকু ভালোবাসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast