www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্বেষণ

অন্বেষণ
শফি মোঃ ওমর ফারুক তাং ২২/০৬/২০১৮ ইং

আত্মার খুশবুতে আত্মার শক্তি অন্বেষণ কর কবি
সুন্দরের ললাটে এঁকে দাও বিরল কিছু ছবি ।
অনুক্ষণ মন; ভাবিয়া দেখিলুম, --
অরুণ তরুণ প্রেমপূর্ণ; তনূ পুলকে করো মোরে ধন্য ।

তৃষিত মননে, আনন্দ তৃপ্তির সোপানে
সঞ্চায়িত আনন্দ রোল
অন্তর জ্যোতিতে; উল্লসিত প্রাণের রবি শশীতে
রৌদ্র দিল দ্যোল ।

মঙ্গল শাঁখে, জগত চরাচরের প্রতি প্রভাতে
রচিবে মহাকাব্য গীতি
হৃদয় বিরলে; আকুল ব্যাকুল আনন্দ রোলে
গড়িবে সম্প্রিতি ।

মত্ত কোলাহলে, রাগরাগিণীর সিক্ত কোলাহলে
বাধিবে জগত বাঁধন
অতল যুগান্তরে; মহা অন্ধ কারাগারে
জাগিয়া উঠিবে মন প্রাণ
দৃষ্টির বৃষ্টিতে, ধ্যানের মহা শক্তিতে
রৌদ্রের ডানায় পুড়ে দিলাম যত দাহন ।
জাগ্রত হউক আত্মার শক্তি, জাগ্রত হউক আত্মার মুক্তি
দূর- বহুদূর নয়; আত্মায় মিলায় আত্মার শক্তি, আত্মায় মিলায় আত্মার মুক্তি ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast