www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলার রুপ রাজ্জির ইতি কথা

বাংলার রুপ রাজ্জির ইতিকথা
শফি মোঃ ওমর ফারুক

কোন সে স্নিগ্ধ ছায়া; হাসির উচ্ছল উজ্জলতা
উদ্দীপ্ত যৈাবনে কোথায় এমন তারুণ্যের গৌরব গাঁথা ?
এতো শুধু র্স্বণ যুগ নয়, প্রেমে উত্তাল আনন্দ্য দোলার জয়
কি শীতল, কি শান্ত, কি উজ্জল মিলন রুপের শোভা ?
মিষ্ট বসন্তে গ্রথিত সন্নিবিষ্ট সুন্দরের সৌরভ তথা
সৃষ্টি তম, দৃষ্টি নন্দন সুন্দরে; বাংলার রুপ রাজির এতি কথা ।।
কাব্যিকতার এমন র্শীষে; অশরীরি বাংলা, রং তুলিতে স্মৃতির বেদনা নয়
নয় র্নিদয়; চির যৌবনা প্রাণের প্রসারে তার সংসার
হে, মোহিনিী; অদৃশ্য তাঁর বীণাখানি; সিঁধূর মাখিলো অধরে তোমার
এ নয় গ্রন্থিত; উল্লসিত সুখের নব সূচনা; চির শান্তির অনবিল আনন্দে, রৌদ্র মাখা সিঁধূর
আত্নার প্রশ্ন রেখা; বরেণ্য ব্যাকুল চিত্তে মন পবনের পাল তোলা নৈাকা ।।
কি রুপের বিশ্বরুপ; অপরুপ সৌর্ন্দয্য, চরণ ধূলার বদণ খানি; এ এক শীতল পাটি
মমতায় ক্লান্ত স্মৃতি, পড়ন্ত বিকেলে প্রথম প্রহরের উজ্জল সকাল হেসে রয়
মুখর সুষমায়; স্মৃতি শিখরে কাশবন নদী চরাচর বুনো চাঁদ হেসে রয়; নয় তার কভু পরাজয়
আক্ষেপ নয়, ছন্দের রন্ধে রন্ধে দ্রোহের স্নিগ্ধ বনে হবে তার জয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast