www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বই

বইকে করো সবচে' আপন
বইকে করো সাথি,
অজ্ঞানতার আঁধার কাটায়;
বই এমনই বাতি।
-
কোনো জাতির সভ্যতাকে
ধ্বংস করতে চাও?
পারবে, যদি সে সভ্যতার
বই পুড়িয়ে দাও।
-
অনেকসময় আপনজনও
কষ্ট দিতে পারে,
বইকে যে নেয় সঙ্গী করে
ঠকায় না বই তারে।
-
বিখ্যাত এক লোকের এটা
ছিল অভিপ্রায়,
তার যেন হয় মৃত্যু কোনো
বইপাঠ অবস্থায়।
-
বড় হতে বই, বই এবং
বই প্রয়োজন হয়-
বইকে নিয়ে এমন কথাই
বলেন টলস্টয়।
-
তাইতো বলি নিজের মাঝে
এসো করি চাষ-
ভালো, ভালো এবং ভালো
বই পাঠের অভ্যাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পি পি আলী আকবর ১৪/০৫/২০২০
    ভালোই লাগলো
  • ফয়জুল মহী ১৩/০৫/২০২০
    #ভালো লাগলো ।
 
Quantcast