মজার ছড়া পৃষ্ঠা ছয়
১) উচ্চারণ
স্ত্রী বলেঃ আজ প্রথম বার
রান্না করেছি ইনজেকশনে, খেয়ে নাও।
স্বামী তো অবাকঃ টিকা নিয়ে হাতে ব্যথা,
বলি যন্ত্রটা আগে দেখাও।
স্ত্রী রান্না ঘরে গিয়ে
নিয়ে আসে ওটা।
স্বামী দেখেই হেসে খুন,
বিবাহবার্ষিকীতে পাওয়া ইনডাকশনটা।
২) টিকিট চেকার
উকিল বাবু কালো কোট পরে
দূরপাল্লার রেলগাড়িতে উঠতেই,
দলে দলে সব লুকায় কলঘরে।
কোটটা খুলে ব্যাগের ভিতর রাখতেই,
বেরিয়ে আসে সব ভরসা করে।
চেকারের দেখা আপাতত নেই।
৩) সাথী
"কোন সাথী চাই?
কন্যা না স্বাস্থ্য"?
"জীবন সাথী ভাই,
বিয়ের জন্য ব্যস্ত"!
৪) পাইথন
রাজা জানে পাইথন, তাই চাকরিতে ডাক।
গজা শুনে কিঞ্চিৎ অবাক।
সে বলেঃ আমি দেখেছি অ্যানাকোন্ডা সিনেমায়,
সে রাজার মতো গোটা মানুষ গিলে খায়।
রাজা আদেশ দেয়ঃ কম্পিউটার শেখ।
গজার জ্ঞান বোকা বাক্সে বন্দি, দোকানে বেচে কেক।
৫) ফিশ
একটা মাছ সবাই খায়-
তার নাম সেলফিশ।
এই মাছ দেখা যায় সব জায়গায়-
মরে বেঁচে থাকার জিনিস!
স্ত্রী বলেঃ আজ প্রথম বার
রান্না করেছি ইনজেকশনে, খেয়ে নাও।
স্বামী তো অবাকঃ টিকা নিয়ে হাতে ব্যথা,
বলি যন্ত্রটা আগে দেখাও।
স্ত্রী রান্না ঘরে গিয়ে
নিয়ে আসে ওটা।
স্বামী দেখেই হেসে খুন,
বিবাহবার্ষিকীতে পাওয়া ইনডাকশনটা।
২) টিকিট চেকার
উকিল বাবু কালো কোট পরে
দূরপাল্লার রেলগাড়িতে উঠতেই,
দলে দলে সব লুকায় কলঘরে।
কোটটা খুলে ব্যাগের ভিতর রাখতেই,
বেরিয়ে আসে সব ভরসা করে।
চেকারের দেখা আপাতত নেই।
৩) সাথী
"কোন সাথী চাই?
কন্যা না স্বাস্থ্য"?
"জীবন সাথী ভাই,
বিয়ের জন্য ব্যস্ত"!
৪) পাইথন
রাজা জানে পাইথন, তাই চাকরিতে ডাক।
গজা শুনে কিঞ্চিৎ অবাক।
সে বলেঃ আমি দেখেছি অ্যানাকোন্ডা সিনেমায়,
সে রাজার মতো গোটা মানুষ গিলে খায়।
রাজা আদেশ দেয়ঃ কম্পিউটার শেখ।
গজার জ্ঞান বোকা বাক্সে বন্দি, দোকানে বেচে কেক।
৫) ফিশ
একটা মাছ সবাই খায়-
তার নাম সেলফিশ।
এই মাছ দেখা যায় সব জায়গায়-
মরে বেঁচে থাকার জিনিস!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৭/১১/২০২৫ভীষণ সুন্দর লিখেছেন কবি খুব ভালো লাগলো।
