হবু বউকে
    যার মন পেতে চাও, তার মনে আঘাত দিও না। 
যার থেকে মর্যাদা পেতে চাও, তাকে অমর্যাদা কোরো না।
যার বিশ্বাস পেতে চাও, তার প্রতি অবিশ্বাসী হয়ো না।
যার প্রেম পেতে চাও, তাকে ঘৃণার চোখে দেখো না।
তুমি কেঁদে হালকা হতে পারবে:
লোকে বলবে তুমি কত দুঃখী।
পুরুষ মানুষের কাঁদা পাপ:
বীরপুরুষ কাঁদে না, ওটা কাপুরুষের কাজ।
তাই, হাসি দিয়ে আমি কান্না চেপে রাখবো
আর লোকে বলবে আমি অত্যাচারী।
তোমার কান্না আমার হাসি ঘুরুক সাত পাকে- সাতবার নয়, বহুবার...
যেমন সময় ঘুরে বছর আসে
আর সম্পর্কের আলো ছায়া ঘোরাফেরা করে জীবনের পথে পথে।
যার থেকে মর্যাদা পেতে চাও, তাকে অমর্যাদা কোরো না।
যার বিশ্বাস পেতে চাও, তার প্রতি অবিশ্বাসী হয়ো না।
যার প্রেম পেতে চাও, তাকে ঘৃণার চোখে দেখো না।
তুমি কেঁদে হালকা হতে পারবে:
লোকে বলবে তুমি কত দুঃখী।
পুরুষ মানুষের কাঁদা পাপ:
বীরপুরুষ কাঁদে না, ওটা কাপুরুষের কাজ।
তাই, হাসি দিয়ে আমি কান্না চেপে রাখবো
আর লোকে বলবে আমি অত্যাচারী।
তোমার কান্না আমার হাসি ঘুরুক সাত পাকে- সাতবার নয়, বহুবার...
যেমন সময় ঘুরে বছর আসে
আর সম্পর্কের আলো ছায়া ঘোরাফেরা করে জীবনের পথে পথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২০হেব্বী
- 
        সাইয়িদ রফিকুল হক ১৮/০৮/২০২০ভালোলাগা রইলো।
- 
        কে. পাল ১৮/০৮/২০২০Sundor
- 
        ফয়জুল মহী ১৮/০৮/২০২০চমৎকার
- 
        কুমারেশ সরদার ১৮/০৮/২০২০বাহ্!


