www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যখন পুরুষ কাঁদে নীরবে

যে পুরুষ অসম্ভব ভালবাসতে পারে,
অবাধ্য কে সে পুরুষ ঘৃণাও করতে পারে,
ভালোবাসা শিশিরের মতো যেমন কোমল,
ঘৃণাও আগুনের মতো দগ্ধতর।


সে সহজে রেগে যায়,
নরম মন তার সবারই সে ভালো চায়,
ভালোবাসায় সে তো মহা নায়ক,
কষ্ট পেলে বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যায়।

যে পুরুষ বারবার অবহেলিত হচ্ছে,
সে পুরুষ অবহেলাও করতে যানে,
তার নীরবতা আসলে এক নিঃশব্দ চিৎকার,
যা শোনা যায় না, কিন্তু হৃদয় কাঁপায়।

সঠিক পথে ফিরাতে চায় বার বার,
ভুলটা বুঝে সব ছেড়ে হবে খাঁটি মানুষটা এবার ,
তবুও সেই আশা ভাঙে বারংবার,
নিঃশব্দে তখন চোখের দীপ্তি নিভে যায় পুরুষের।

যে পুরুষ অল্পতে কেঁদে ফেলে,
সে পুরুষ আবার বাহিরের প্রচন্ড আঘাতেও
ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে।
তার কান্না দুর্বলতা নয়,
তা হলো ভালোবাসার স্বচ্ছ স্বীকারোক্তি,
যে হৃদয় সহজে ভাঙে,
সে-ই জানে ভালোবাসার প্রকৃত মানে ।

পুরুষের চোখে জল নাহী থাকে,
মুখে হাসি তো সে শিখেই গিয়েছে,
কষ্ট প্রকাশ করলে দুনিয়াও হাসে,
পুরুষ সে কষ্টগুলো ভেতরে পুষে রাখে।


যে পুরুষ রাগ করে বারবার হারিয়ে গিয়েও, আশায় আবারও ফিরে আসতে পারে,
সেই পুরুষ কষ্টে অভিমানে সত্যি সত্যিই একদিন চিরতরে হারিয়ে যেতে পারে।


পুরুষের জীবনসঙ্গী ঝিনুকের ভিতরে থাকা,
মুক্তার চেয়েও দামী হয়ে থাকে,
পুরুষ সৌন্দর্য, সম্পদ বা শরীরে না আটকে,
মহব্বতের প্রশান্তি ময় বাগানের মালী হয়ে চায় থাকতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast