www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা

মাঝ রাতে যখনি ঘুম ভেঙ্গে যায়
খুব বেশি মোনে পড়ে মাগো তোমায় ,
আকাশের তারা গুলো আজও আলো দেয়
লুকোচুরি খেলায় কেন ভুলাও মা আমায় ।

কত রাত, কত প্রহর এভাবে কেটে যায়
দুচোখে শুধু স্বপ্ন মাগো দেখি তোমায় ,
ছোট্ট সোনামনি বলে, আজ আর কেউ ডাকে না আমায় , মাগো তুমি আমায় রেখে হারিয়ে গেছ কোন অজানায় ।

মিনারে আজানের ধ্বনি আজও কানে শোনা যায়
চুপি চুপি থাকি মাগো তোমার অপেক্ষায় ,
কই না তো , তুমি আজ আর ডাক না আমায়
মাগো তুমি হীন বেদনায় বুকের পিঞ্জর ছিড়ে যায় ।

মাগো বলনা, আছ তুমি কোন অজানায়
প্রভাতে কতকাল শুনিণী কুরআনের বাণী কন্ঠে তোমায় , মাগো,রাতের পর রাত দিনের পর দিন সবই থেকে যায় প্রতিটি মুহূর্ত মাগো পাগলের মতো খুজি তোমায় ।

মাগো তারারা বলে কি জানও আমায়
তুমি নাকি ওদের সঙ্গি হয়ে থাকবে সেথায় ,
মাগো তবে কি ভুলে গেলে আমায়
তাহলে কি আর এই পৃথিবীতে মা বলে আমার
আপন কেহ যে নাই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast