www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের অভিপ্রায়

জীবনের অভিপ্রায়
-------------------------------------------
তোমার জীবনের লক্ষ্য কি?
.
এই প্রশ্নের সম্মুখীন হতে হয় জীবনের প্রায় অনেক ক্ষেত্রেই।তবে আমি মনে করি,
.
পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে জীবনের অর্থ আলাদা। আমার জীবনের অর্থ যেমন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলায়, তেমনি আমার মনে হয় প্রত্যেকটি মানুষ তার জীবনকে ভিন্ন সময়ে ভিন্ন অর্থে খুঁজে পায়। কোনো কোনো মানুষের জন্য এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার নামই জীবন। আবার কেউ কেউ শুধু বাঁচাটাকে জীবনের অর্থ মনে করে না, তারা জীবনে সুখ খুজে পাওয়াটাকে মনে করে জীবন। কিছু মানুষ মনে করেন অনেক টাকা পয়সা আর সম্পত্তির মালিক হতে পারলেই জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব। আসলে জীবন হলো:
.
প্রবাহমান এক গতিধারা কখনো তরঙ্গময়, কখনো নিস্তরঙ্গ। ক্ষণিকের যাত্রা হয়তো আর কিছু না। বেঁচে থাকাই যেন বিস্ময়, তবে ভালো কাজের মাধ্যমে জীবনক উপভোগ করাটাই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। যাতে মৃত্যুর পরও মানুৃষ বেঁচে থাকার সময়ে যে কাজ করা হয় তা নিয়ে আলোচনায় মেতে থাকে। জীবন যাতে মানব কল্যাণে, দেশের কল্যাণে নিবেদিত থাকে। আমি এই প্রজন্মকে কী দিতে পারি আমি কেউ নই, কিছু নই। আমি শুধু দিতে পারি আমার জীবনটাকে।
.
জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখা, নিজের মতো করর জীবনটা যাপন করা।
.
পূর্ব পরিকল্পনা করে সময় নষ্ট না করে। যখনকার পরিকল্পনা তখনই নিতে হবে......কেননা কোন ঘটনা যে পূর্ব পরিকল্পনা মতো ঘটবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে কেন আমি পূর্ব পরিকল্পনা করে সময় এবং মস্তিষ্ক দুটোরই অপচয় করবো।
.
অতএব আমাদের জীবনের লক্ষ্য কেবল একটাই হওয়া উচিত দুনিয়ায় চিরস্থায়ী হওয়া আর চিরস্থায়ী জীবনে মুক্তি লাভের আকাঙ্খা।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ন্যান্সি দেওয়ান ১৯/০৯/২০১৭
    Boroi Modhur laglo..
  • এম এম হোসেন ১১/০৯/২০১৭
    ঠিক তাই।
 
Quantcast