www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুরের সঞ্চারিণী অপরিচিতা

জনশূন্য প্রান্তরের এমন গোধূলি-বেলা-
আমার পথটি পানে চেয়ে,
কোথায় রে আজ কোন প্রণয়ী করে এমন খেলা-
এমনি করে যায় রে গান গেয়ে,
আকাশেতে তাঁহার সুর বাতাসেতে বেয়ে-
চারিদিকে সুরে সুরে গেছে যে আজ ছেয়ে;
কোথায় রে আজ কোন সে মেয়ে-
যাহার পানে যায় রে হৃদয় ধেয়ে
হৃদয় মাঝে কিছুই না পায় যাহারে না পেয়ে!


পরিচয় তাঁহার নাহি জানি
নাহি জানি তাঁহার সেই নাম;
যাহার সেই হৃদয়খানি মোর লাগি-
আছে বসি প্রণয়-ভিক্ষা মাগি,
কোথা সেই প্রণয়-বিরহিণী-
মম প্রাণের সেই সুর সঞ্চারিণী
কোথা তাঁহার ধাম !


যে রমণী মোর গানে দিল সুর
করিল মোরে অমৃত-মধুর
- এখন তারে
কোথা খুঁজি; দিগন্তের কোন পাড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast