www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাবধান

সাবধান
-হরিশঙ্কর রায়

বুনো শুয়োরেরা নেমেছে রাজপথে,
গেরিলা ছন্দে গণতন্ত্র নাচে।
রক্ত পিপাসু শৃগাল ওরা
শৃঙ্খল ভাঙার গোঁ,
মৌলিক নাকি মৌলতান্ত্রিক
গোঙানি ?
ভেদাভেদের ধূম্রলোচনে
চাঁদেরও কলঙ্ক রটে
অথচ অন্ধকারে ডুবে আছে বহুকাল ধরে।

ওরা, বোঝে শাসন
বোঝে শোষণ
বোঝে ত্রাস,
গোঁয়ার-গোবিন্দ সেজে
করে হাঙ্গাম।

জাগো এবার বাঙালি
গর্জে ওঠো আবার
হাতে তুলে নাও শক্ত লাঠি।
সাবধান ! সাবধান !!
সাবধান যত সব মৌলবাদী।
--=¤=--
৯ নভেম্বর ২০১৩ খ্রি:
কৃষ্ণকুঞ্জ, রংপুর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্যসমূহ

 
Quantcast