www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জিজ্ঞাসা

আমি চেয়েছিলাম একটুখানি খোলা আকাশ
আমি পেয়েছিলাম একটু স্নিগ্ধ বাতাস ।
আমি করেছিলাম চেষ্টা তোমায় স্নেহ, ভালবাসার,  
ভালবাসা যে দিয়ে গেলো চরম কষ্ট নিরাশার ।  

দাম্ভিকতা নিয়ে হবে কি জীবনের সফলতা ?
আমি জানি তোমার মনের ভিতরের কথা  
আশা আকাঙ্ক্ষা সবই তো তোমার স্বার্থপরতা
কথা যে তোমার সব সাজানো মিথ্যা আন্তঃ অহংকার  
জানি,দাম্ভিকতা দিয়ে যাবে যে জীবনে অনেক হারানো ব্যাথা ।

সন্মান কি কখনো শিক্ষণীয় মিথ্যা আচরণে
আমি আর আমিত্ব নিয়ে কে কবে হবে সুখী মনে প্রানে।
সবাইকে কে নিয়ে চলাই জীবনের যে মহৎ পথ
মনের উদারতা,চেতনা তো শুধু শেখায় সে মহৎ মত ।

আজ আমি হলাম উন্মুক্ত জীবনপথে  
জীবন যুদ্ধে হারে,জেতে কোথা কে কবে ।
তোমার তো মনে ছিল এই অভিপ্রায়
যন্ত্রণা দিলে জেনো, ফিরবে তা অজানা অসফলতায় ।

রক্ত কি আলাদা হয় কখনো ?
হবে না তার বিভেদ কোনদিন ।
জন্ম আর মৃত্যু তো শুধু অবিনশ্বর সত্যি
মানুষ সকল যে সে পথের সঙ্গী ।
হায় মূর্খ অভিমানী নশ্বর
এখনো কি হবে না তোমার চেতনায় ঈশ্বর ।
মিথ্যা এই ধরিত্রীর বিদ্যায় তোমার হয়েছে কি পদস্খলন ?

শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬

http://sanjukolm.blogspot.in/2013/10/blog-post.html
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ধন্যবাদ তোমাকে । সবাই কে শব্দটা ভুলে ভাবার কারণ কি ? এরকম মনে হবার কারণ কি? সবাইকে নিয়ে না চলতে না পারলে আমরা যে একা হয়ে যাবো।আর এটাও সত্যি সবাই তোমার বা আমার মত এক ভাবনা সবাই ভাবতে নাও পারে। তাই মিলেমিশে থাকা ভাল,তবে যদি না পারা যায় তখন বাকি সবাইকে নিয়ে চলা এটাই পথ ।
  • শুভেন্দু মণ্ড্ল ০৮/১১/২০১৩
    "রক্ত কি আলাদা হয় কখনো ?" কথাটি বাস্তব সত্যি কথা।
    আমার খুব ভালো লেগেছে।
    ৩ নম্বর প্যারার ৩ নম্বর লাইনে "সবাইকে কে" কথাটি আমার মনে হচ্ছে ভুল হয়েছে।
  • ভালো।
  • Înšigniã Āvî ০৭/১১/২০১৩
    osadharon....
 
Quantcast