www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্ভয় প্রতিবাদী

আমি প্রতিবাদী,আমি সত্যান্বেষী
রোজকার সকালের লেখা দেখে আমি প্রতিবাদী

সেদিন ছিল এক কালো রাতের পরে সদ্য প্রভাতকাল
যেন সব কিছু হয়ে গেছে তখন ওলট পালটের সকাল

অভিশপ্ত,দুর্বিষহ,দুঃস্বপ্নের রাত্রি কেটেছে তাঁর,
নিস্তব্ধ সেই রাতে, ফিরে আসে নি কেহ
ছিল না যে কোনো মানব দরদী, আমি তাই প্রতিবাদী ।

পরনে ছিল শুধু লাল রঙে রক্তে ভেজা কাপড়, দেহও সব শীতল
যেটা পেয়ে ছিলো গতবারের পূজোতে  

অদম্য ছিলো বাঁচার ইচ্ছা তাঁর
চারিদিকে যেন শুধু ছড়িয়ে আছে কালো বিভীষিকা

নির্মম,বর্বর ছিলো তারা হত্যা করেছিল বহুবার
যেন কোন অভিশাপের ফল,আমি তাই প্রতিবাদী ।

সময় গেছে, কাল গেছে , হয়েছে বহুদিন
আর কত কাল তাঁর মত জীবন হবে জীয়নহীন

মানুষ তো করে প্রতিবাদ, কিন্তু রাজা তো করে শুধু পারিষদ গঠন
রায় দেয় তারা নিজের মতন হয় না কোনও প্রকৃত সাজা
মিথ্যা যেন এই প্রহসন,আমি তাই প্রতিবাদী ।

নির্ভীক ছিল সে, ছিল সে নির্ভয়া  
করেছিল লড়াইয়ের চেষ্টা, জিতেও ছিল হয়ত

রাজা চেষ্টা করল অনেক হল আলোড়ন,হল উৎপীড়ন
সবই তো হল ঢাকা দেওয়ার খেলা  
কিন্ত দিল না বাঁচতে তাকে ,আমি তাই প্রতিবাদী ।

জগত থেকে এই অভিশাপ মুছে যাবে কি কখনো
মুক্ত আকাশ , শুদ্ধ বাতাস কবে পাবে আগামীদিনের নির্ভয়া

ধ্বংস হতে নাই বা দিলেম সৃষ্টির এই  মায়া কে

আমি তাই প্রতিবাদী, আমি তাই প্রতিবাদী ।

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
http://www.bangla-kobita.com/sanjukolm/poem20131016055942/
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ০৬/১১/২০১৩
    onobodyo.....

    eromvabe link ta naa diye link jog korun option te link ti din tahole click korle direct oi lekha khulbe
  • ভালো লাগলো।
    • ধন্যবাদ নেবেন সাখাওযাৎ ভাই।আমার শুভেচ্ছা নেবেন।
 
Quantcast