গড় আয়ে শুভঙ্করের ফাঁকি
বাংলাদেশের অসংখ্য ও অগণিত নিম্ন আয়ের মানুষ যারা তাদের মৌলিক অধিকার এবং নিত্যদিনের নূন্যতম চাহিদা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। আর ধনবান ও রক্তচোষা নেতা, আমলা, অসাধু ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া শ্রেণীর আয় আকাশ স্পর্শ করেছে। সুতরাং গড় আয়ের হিসেব দেখে সন্তুষ্ট হওয়া আমাদের কাছে সম্পুর্ণ অযৌক্তিক এবং ও প্রাসঙ্গিক।
নিয়ন্ত্রণহীন গাড়ির মতোই ছুটে চলেছে আমাদের দেশের অর্থনীতি। কেউ টাকা রাখার এবং খরচ করার জায়গা খুঁজে পাচ্ছে না। আবার কেউ দু-বেলা পেট পুরে খাবার খেতে পাচ্ছে না। কেউ কেউ এক জীবনে এতো বেশি টাকার
মালিক হচ্ছেন যে সেই টাকা তার তিন প্রজন্ম ভোগ করেও শেষ করতে পারবে না। আবার কেউ কেউ তার ক্ষুদার্ত বাচ্চার মুখে প্রয়োজনীয় খাবার টুকু তুলে দিতে পারছে না।
পারছে না তার আদরের শিশুর ন্যূনতম চিকিৎসা করাতে। কিংবা শীতের রাতে সামান্য গরম কাপড় জোগাড় করতে।
#গড়_আয়ে_শুভঙ্করের_ফাঁকি
সেলিম রেজা সাগর....
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
২৫-০৮-২০২৫
নিয়ন্ত্রণহীন গাড়ির মতোই ছুটে চলেছে আমাদের দেশের অর্থনীতি। কেউ টাকা রাখার এবং খরচ করার জায়গা খুঁজে পাচ্ছে না। আবার কেউ দু-বেলা পেট পুরে খাবার খেতে পাচ্ছে না। কেউ কেউ এক জীবনে এতো বেশি টাকার
মালিক হচ্ছেন যে সেই টাকা তার তিন প্রজন্ম ভোগ করেও শেষ করতে পারবে না। আবার কেউ কেউ তার ক্ষুদার্ত বাচ্চার মুখে প্রয়োজনীয় খাবার টুকু তুলে দিতে পারছে না।
পারছে না তার আদরের শিশুর ন্যূনতম চিকিৎসা করাতে। কিংবা শীতের রাতে সামান্য গরম কাপড় জোগাড় করতে।
#গড়_আয়ে_শুভঙ্করের_ফাঁকি
সেলিম রেজা সাগর....
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
২৫-০৮-২০২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৭/০৮/২০২৫Right