সত্য প্রেম
    দূর আকাশের তাঁরা হয়ে,
বন্ধু তুমি থেকো।
যেথায় থাকো ভালো থেকো,
আমায় মনে রেখো।
দু-চোখ ভরে স্বপ্ন ডাঙায়,
রঙিন স্বপ্ন দেখো।
তোমায় ভালোবেসেছিলাম,
এতেই আমার সুখ।
পাইনি বলে কেঁদে কেঁদে
ভাসাই নাতো বুক।
চাই শুধু দেখতে আমি,
তোমার হাসি মুখ।
তোমার সুখের রাজ্যে যদি,
দুঃখ নেমে আসে।
খুঁজলে তুমি পাবে আমায়,
তোমার চারিপাশে।
বুঝবে সেদিন কে যে তোমায়,
সত্যি ভালোবাসে।
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
[email protected]
Shahzadpur, Sirajganj.
বন্ধু তুমি থেকো।
যেথায় থাকো ভালো থেকো,
আমায় মনে রেখো।
দু-চোখ ভরে স্বপ্ন ডাঙায়,
রঙিন স্বপ্ন দেখো।
তোমায় ভালোবেসেছিলাম,
এতেই আমার সুখ।
পাইনি বলে কেঁদে কেঁদে
ভাসাই নাতো বুক।
চাই শুধু দেখতে আমি,
তোমার হাসি মুখ।
তোমার সুখের রাজ্যে যদি,
দুঃখ নেমে আসে।
খুঁজলে তুমি পাবে আমায়,
তোমার চারিপাশে।
বুঝবে সেদিন কে যে তোমায়,
সত্যি ভালোবাসে।
☞☞☞☞☞☞☞☞☞☞☞☞
[email protected]
Shahzadpur, Sirajganj.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/১২/২০১৮nice
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/১২/২০১৮nice
- 
        দীপক কুমার সরকার ০২/১২/২০১৮দারুণ লেগেছে।
- 
        মনিরুজ্জামান/জীবন ০২/১২/২০১৮চমৎকার কথামালা
- 
        আশা মনি ০২/১২/২০১৮nice poem
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/১২/২০১৮onek valo hoyece
- 
        সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/১২/২০১৮khub valo


