www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জলের ছবি

জলের মাঝে আঁকছি ছবি
চোখের তুলি দিয়ে
রংধনুর ঐ রংয়ের মেলা
সেথায় মিশে গিয়ে ।

নীল আকাশের মাথার উপর
ঐ রবিটা হাসে
সাদা মেঘের রাশি গুলো
নির্ভাবনায় ভাসে।

ডানা মেলে উড়ছে বিহগ
ঐ আকাশের পরে
মুক্ত তারা স্বাধীন তারা
কার পরওয়া করে ?

ঐ মহীধর ঠায় দাড়িয়ে
মাথা উঁচু করে
সাধ্য কারো হয় কি কভু
নওয়ায় আপন তরে ?

নির্ঝরের ঐ অপার পতন
চলছে অবিরত
রুখতে তারে পারবে কি কেউ
আপন ইচ্ছে মত ?

বাদল ধারা নামছে ধেয়ে
সিক্ত জনপদ
পণ্ড হলো সব আয়োজন
করবে কে তা রোধ।

হঠাৎ জোরে ঢেউ এসে এক
আছড়ে পরে হায়
জলের ছবি হয়নি আকা
যায় মিলিয়ে যায়।

-- সাকির খান
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • CHABITA BHALO LAGAL.
  • ভালো লাগলো
  • এস ইসলাম ০১/০৫/২০১৫
    কাব্যমানে উত্তীর্ণ কবিতা।
  • অবুঝ ব্লগার ০১/০৫/২০১৫
    অসাধারন
  • অবুঝ ব্লগার ০১/০৫/২০১৫
    অসাধারধ
  • দ্বীপ সরকার ০১/০৫/২০১৫
    ভালো লাগলো।
  • পিয়ালী দত্ত ৩০/০৪/২০১৫
    খুব ভাল
 
Quantcast