মৃত্যু পথের যাত্রী
কে বলে তুই নিঃস্ব হবি
মরণের পরে সব যে পাবি,
জীবনে তুই যা নিয়েছিস
প্রভূ তোমায় করবে দাবী।
এই দুনিয়ার মায়ায় এসে
খালি হাতে যাবি কি শেষে?
নেবার মতো যা আছে তোর
ভালো করে নে তুই সবি।
পাপেঁর আছে অনেক বোঁঝা
জমা করেছিস সব,
ক্ষয় করে তুই যাসরে যদি
বাঁচাবে তোকে রব।
এই পৃথিবীতে এসেছো তুমি
ক্ষমা করবেন অন্তর্যামী,
জান্নাতি বেশে চলরে হেসে
মৃত্যু পথের সেই উৎসবে।
****************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
প্রশিক্ষক, এসসিটিসি, নরসিংদী।
মরণের পরে সব যে পাবি,
জীবনে তুই যা নিয়েছিস
প্রভূ তোমায় করবে দাবী।
এই দুনিয়ার মায়ায় এসে
খালি হাতে যাবি কি শেষে?
নেবার মতো যা আছে তোর
ভালো করে নে তুই সবি।
পাপেঁর আছে অনেক বোঁঝা
জমা করেছিস সব,
ক্ষয় করে তুই যাসরে যদি
বাঁচাবে তোকে রব।
এই পৃথিবীতে এসেছো তুমি
ক্ষমা করবেন অন্তর্যামী,
জান্নাতি বেশে চলরে হেসে
মৃত্যু পথের সেই উৎসবে।
****************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
প্রশিক্ষক, এসসিটিসি, নরসিংদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৬/০৯/২০১৪ভালো লিখেছেন।
-
শুভ্র ২৯/০৮/২০১৪বেশ সুন্দর কবিতা ।
-
একনিষ্ঠ অনুগত ২৯/০৮/২০১৪অনেক সুন্দর ভাবনা।
আলোচনাঃ কবিতাটির মুল ভাব বা বিষয়বস্তু প্রকাশ পেয়েছে তৃতীয় স্তবকে। কিন্তু তা খুবই সংক্ষিপ্ত আকারে। আর দু একটি স্তবকে তা বিশ্লেষিত হলে ভালো হতো অনেক। -
শিমুদা ২৯/০৮/২০১৪খুব ভাল একটি ভাবনা।
কে বলে তুই নিঃস্ব হবি
মরণের পরে সব যে পাবি।
ভাল লেগেছে। -
পিয়ালী দত্ত ২৮/০৮/২০১৪দারুন
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৮/০৮/২০১৪অসাধারন লেখনী।