www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিরোনামে আমার সুমি

ধারাবাহিকভাবে বৃষ্টি পড়ছে সকাল থেকে
সকালের শীর্ষ খবর
পৌঁছতে একটু দেরি হলো।
আমার বেদনার বালুচর জেগে উঠলো
এভাবেই কাহিনী শেষ হলো, না?
হরতাল যে গতকাল ছিল তা বোঝা মুশকিল
সুমি কে বললাম...
টকশো তে যাওয়ার প্রয়োজন নেই,
তবুও আমার বাঁধাকে ত্যাগ করে
বিকালেই বাসা থেকে বেরুলো।
টকশো থেকে ফেরার সময়
পথিমধ্যে হরতালের তান্ডব লীলা কির্তন
গোলা বারুদের সমারহ,
যেন রাজনীতির ক্রিড়া দিবস।
শেষে আমার সুমি-র জীবনকে
উৎসর্গ করে দিতে হলো তাদের তরে,
সকালের শীর্ষ খবরে আমার সুমি-র
মৃত লাশের প্রতিচ্ছবিই শিরোনাম হলো।

****************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২৪/০৮/২০১৪
    কঠিন বাস্তবতা... :'(
  • অতি বাস্তব কবিতা।
  • অনেক ভাল লাগল।
  • শিমুদা ২২/০৮/২০১৪
    একবি বাস্তব কবিতা। আরো কতজনকে একের পর এক খবরের শিরোনাম হতে হচ্ছে!!
    কবি হৃদয়ের ক্ষত কবিতায় দারুন ভাবে প্রস্ফুটিত হয়েছে।
    • আবু সাহেদ সরকার ২২/০৮/২০১৪
      সত্যি বলেছেন কবি। কিন্তু আমার প্রকাশিত কবিতাটির নাম ও ঘটনা সত্যি নয়, তবে বর্তমান যুগ অনুভবের জন্য প্রকাশ করলাম। ভালো থাকবেন সতত।
  • সুমি আমার বন্দনা
    থাকবে চিরকাল নন্দনা।
    • আবু সাহেদ সরকার ২২/০৮/২০১৪
      ওহ... তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আপনার পাতায় এসে না হয় বন্দনাগুলো পড়ে উপভোগ করবো। সুমি আমার বন্দনা নয়, তবে পূর্বের ১টি কবিতা ছিল তাই বর্তমানে প্রকাশ করলাম। কিছু মনে করবেন না। আপনার নন্দনা চিরকাল অমর হয়ে থাক সবার মাঝে, এই কামনায়।
 
Quantcast