www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজনীতির গ্যারাকল (২য় অংশ)

(২য় অংশ)
আকাশটা বেশ কুয়াশাচ্ছন্ন...
সূর্যটা ঠিকঠাক দেখা যাচ্ছে না
গ্রামের সবাই ছিল বোকা ও ভিরু স্বভাবের,
গ্রামের মাতাব্বরকে মান্য করত।
কিন্তু মাতাব্বর ছিল রাজনীতিবিদ
সেদিন সবাইকে ডেকে বলল দেখ,
আজ আকাশটা কেমন সুন্দর ও পরিস্কার দেখাচ্ছে,
চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে রয়েছে।
মানুষতো অবাক, কিন্তু অসহায়
কেমন করে বলে মাতাব্বর সাহেব
আপনি যেটা বলছেন সেটি ভুল,
কই আকাশতো মেঘাচ্ছন্নই রয়েছে।
আসলে সে বুঝাতে চাইছে,
বাংলার লোক তোমরা যা বলছো তা ঠিক নয়
আমি যেটা বলছি সেটিই ঠিক।
তারা তখন মাতাব্বরের
রাজনীতির প্যাচ বুঝতে পারলো যে,
মাতাব্বর যেটাই বলুক আমরা সেটাই
মেনে নেবো, এটা অসম্ভব।
আমরা এই গ্যারাকলের ভিতরে আর থাকতে চাই না।
সবাই বেরিয়ে এসো।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৭১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ১৮/০৮/২০১৪
    besh valo laglo
  • বাহ বেশ লিখেছেন তো।
  • আবু সাহেদ সরকার ১৮/০৮/২০১৪
    আশাকরি আপনাদের ভালো লাগবে।
 
Quantcast