www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যুগের সাথে মানুষের মন বদলেছে

প্রাণের আকুতি প্রাণেই থাকুক
মনের আকুতি মনে,
যুগ বদলেছেরে ভাই যুগ বদলেছে
গ্রাম গঞ্জে ও বনে।

ল্যাপটপ কম্পিউটার বের হয়েছে এবং মোবাইল,
দেশ-বিদেশে চিঠির জন্য আছে ই-মেইল।

হাজারও যন্ত্র বের হয়েছে সকলেই তা জানে,
ঘরে বসেই কাজ চালাচ্ছে রাতে ও দিনে।

কম্পিউটারের একটি সফটওয়্যার যেমন ফেইসবুক,
এইটা বের হওয়ার ফলে লাভারের হয়েছে সুখ।

বাংলাদেশ ছিল পুরাতন এখন ডিজিটাল  
মানুষ, খাবার, চিকিৎসা, বস্ত্রে রয়েছেই ভেজাল।

প্রথমে অপরাধীর বিচার হতো
এখন সরাসরি হচ্ছে খুন,
মানুষ কিন্তু ঠিক রয়েছে
শুধু বদলেছে তার মন।

******************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইমন শরীফ ১০/০৮/২০১৪
    আধুনিকতার ছোয়ায় মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন হয়েছে ঠিক কিন্তু মানুষ হারাতে বসছে তার মূল, প্রকৃতি হারাচ্ছে রুপ বৈচিত্র। কবিতা তাই বলছে মনে হয়!
  • সময়ের সাথে সাথে সবকিছুই বদলায়, এটাই স্বাভাবিক। তবে সেই পরিবর্তনটা হতে হবে অবশ্যই ইতিবাচক....
  • কবি মোঃ ইকবাল ০৭/০৮/২০১৪
    বেশ ভালো লাগলো কবি।
  • সুন্দর ভাবনায় চমৎকার উপস্থাপনা।
  • রামবল্লভ দাস ০৬/০৮/২০১৪
    ভালো ভাবনার দারুণ কবিতার সুমিষ্ট এবং উষ্ণ অভিনন্দন !!
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৬/০৮/২০১৪
    great
  • আবু সাহেদ সরকার ০৬/০৮/২০১৪
    ভালো লাগলে অবশ্যই মন্তব্যে জানাবেন।
 
Quantcast