www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুই দেহে এক আত্মা

প্রেমের দূতকে পাঠিয়েছিলে তুমি
করেছো বর্ণনা তাতে,
মিলাইয়াছিলে মনের সাথে মন
দু‌-হাত রেখে হাতে।

দু-টি মন এক হয়ে রয়েছে
বাকী নেই আর কেহ,
মানুষ দু-জন একটি আত্মা
সপিয়াছি মোদের দেহ।

এক ডাকেতে সাড়া দেই দুজন
কভু বসে থাকি না ঘরে,
এ বাঁধন কখনো যাবে না ছিঁড়ে
তোমায় বাঁধিয়া রাখবো ডোরে।

পাঁজোর ভেঙ্গে আলাদা হবে
যদি যাও কখনো দূরে,
তুষের আগুনে জ্বলবো আমি
আর ফিরবো না নীড়ে।

***************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
সহ-সম্পাদক, মাসিক পল্লীকথা, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুরজিৎ সী ১৫/০৭/২০১৪
    খুবই সুন্দর একটি প্রেমের কবিতা পড়লাম।
    বেশ ভালো লাগলো।
  • কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪
    বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা জানবেন কবি। শুভ কামনা রইলো।
    • আবু সাহেদ সরকার ১৫/০৭/২০১৪
      সুন্দর মন্তব্যে খুশি হলাম কবি।
  • আবু সাহেদ সরকার ১৪/০৭/২০১৪
    আশাকরি আপনাদের ভালো লাগবে।
 
Quantcast