www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বদেশ

লুকায়িত মন
বেরুবে কখন,
মনটাকে সামলে নিয়ে
শান্তনা দেবে যখন-তখন।

এসো, বন্ধু তোমরা সবে
এক সাথে সব বাহির হবে,
যাব মোরা সুদূর দেশে
আসব আবার কবে।

বাঁধা ডিঙ্গিয়ে পারি দেব
স্বদেশ মাতৃকার তরে,
সব ছেড়ে আজ খুশি হয়ে
চলো পথের পরে।

দুঃখীর শেষ ঠিকানা যেথা
সেই ধুলিতে লুটাই মাথা,
ত্যাগের খালি পাত্রটি নিই
আনন্দরস ভরে।

**************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
কার্যকরী কমিটির সদস্য, বোনারপাড়া লেখকচক্র, গাইবান্ধা।
প্রশিক্ষক, এসসিটিসি, মাধবদী, নরসিংদী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    স্বদেশের প্রতি ভালোবাসা, দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
    • আবু সাহেদ সরকার ০৭/০৭/২০১৪
      সাবলির মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জানবেন কবি বন্ধু।
  • শিমুল শুভ্র ০৭/০৭/২০১৪
    বেশ সুন্দর একটি কাব্য আগে ও এক বার পড়েছি মনে হচ্ছে কবিতার আসরে ।যা হোক মুগ্ধ হলাম ।
  • ভাল লাগল।
  • মোঃ আল-আমিন ০৬/০৭/২০১৪
    জি খুব ভাল লাগল ভাইজান। ধন্যবাদ, পাতায় আমন্ত্রণ রইল
    • আবু সাহেদ সরকার ০৭/০৭/২০১৪
      ভালো লাগা ও পড়ার জন্য ধন্যবাদ কবি বন্ধু।
  • ভাল লিখেছেন কবিতা !
  • রামবল্লভ দাস ০৬/০৭/২০১৪
    মাতৃ বন্দনা ।।
    মন ভরে গেল ।।
    পাশে থাকুন ।।
  • টি আই রাজন ০৬/০৭/২০১৪
    সুন্দর দেশ প্রীতির এক কবিতা পড়লাম। ভাল থাকুন।
  • সাইদুর রহমান ০৬/০৭/২০১৪
    খু-ব সুন্দর লেখনী।
    শুভেচ্ছা রইলো।
  • ভ্রান্ত পথিক ০৬/০৭/২০১৪
    ভালো হয়েছে
    • আবু সাহেদ সরকার ০৬/০৭/২০১৪
      মন্তব্যে খুশি হলাম কবি বন্ধু।
  • কে এইচ মাহাবুব ০৬/০৭/২০১৪
    লেখা ভালো লাগলো , কিছু বানান ভুল আছে ।
  • আবু সাহেদ সরকার ০৬/০৭/২০১৪
    ভালো লাগলে অবশ্যই মন্তব্য দিবেন।
 
Quantcast