www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইচ্ছে চক্র

বইটা যদি হয় বন্ধু বই
সপ্তাহের পর সপ্তাহ কাছে রাখার ইচ্ছে সামলানোই যায় না।

কোটটা যদি হয় বন্ধুর কোট
গায়ে পড়ার ইচ্ছে সামলানোই যায় না।

টাকাটা যদি হয় বন্ধুর টাকা
একাধিকবার ধার চাওয়ার ইচ্ছে সামলানোই যায় না।

মটরসাইকেলটা যদি হয় বন্ধুর মটরসাইকেল
ঘুরে বেড়ানোর ইচ্ছে সামলানোই যায় না।

আবাসিকটি যদি হয় বন্ধুর আবাসিক
দু’চার দিন পর পর আড্ডা দেওয়ার ইচ্ছে সামলানোই যায় না।

মুঠোফোনটা যদি হয় বন্ধুর মুঠোফোন
ঘন্টার পর ঘন্টা কথা বলার ইচ্ছে সামলানোই যায় না।

ল্যাপটপটা যদি হয় বন্ধুর ল্যাপটপ
নেট ব্রাউজিং করার ইচ্ছে সামলানোই যায় না।

কিন্তু পথটা যদি হয় বন্ধু পথ
ওহ!...নো...প্লিজ... আমি আর নেই
কারণ বন্ধুর পথ উচু নিচু আর দূর্গম পথ।

***************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
প্রশিক্ষক,
এসসিটিসি, মাধবদী, নরসিংদী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৪/০৭/২০১৪
    বাহ্! দারুন লাগলো সাহেদ ভাই। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
    • আবু সাহেদ সরকার ০৫/০৭/২০১৪
      আপনার সু-মন্তব্য সাদরে গ্রহণ করলাম কবি বন্ধু।
  • Mahfuza Sultana ০৪/০৭/২০১৪
    ভাল লাগা রেখে গেলাম।
  • আবু সাহেদ সরকার ০৪/০৭/২০১৪
    ভালো লাগলে অবশ্যই মন্তব্য দিবেন।
 
Quantcast