www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার বনলতা


ওগো মেয়ে না যদি কও
             মুখ ফুটিয়ে কথা,
বুক ভরিয়া বইব আমি
             তোমার নিরবতা।

নীরব হয়ে রইব পড়ে
            রাত্রী রয় যেমন করে,
জ্বালিয়ে বাতি অন্ধকারে
            ধৈর্যে অবনতা।

হবে হবে সকাল হবে
            অন্ধকার যাবে কেটে,
তোমার সুর সোনার ন্যায়ে
            পড়বে আকাশ ফেটে।

তখন আমার মনের বাসায়
            ভরবে কি গান তোমার ভাষায়?
তোমার বাগানে ফোটাবে ফুল
            আমার বনলতা।

***************************
আবু সাহেদ সরকার
নির্বাহী পরিচালক,
সাহেদ কম্পিউটার সোর্স ট্রেনিং একাডেমী, ঢাকা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।
নাট্যকার, তরঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ (তসাস) থিয়েটার, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ৩০/০৬/২০১৪
    অসাধারন...
  • দুর্দান্ত!
  • কবি মোঃ ইকবাল ৩০/০৬/২০১৪
    বেশ ভালো লাগলো। চমৎকার ভাবনার লিখনী। শুভ কামনা রইলো কবি।
    ভালো থাকুন নিরবধি।।।
    • আবু সাহেদ সরকার ৩০/০৬/২০১৪
      আপনার সুন্দর-সাবলিল মন্তব্যে মনটা ভরে উঠলো কবি বন্ধু।
  • বাহ দারুন লাগল।
  • মল্লিকা রায় ৩০/০৬/২০১৪
    খুব ভালো লাগলো কবিতা।
  • শিমুল শুভ্র ৩০/০৬/২০১৪
    মন টা শীতল হয়ে গেলো ।
 
Quantcast