www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আদরের দুঃখ

দুঃখ রে তুই কোথায় ছিলি
বল আমারে বল,
মোর কপালে জুটলো না সুখ
সে করেছে ছল।

কষ্টের মাঝে তুই ছিলি পাশে
সুখ যে ছিল দুরে,
আমার ভাবনা করেছিলি আপন
সে নিয়েছে কেড়ে।

আদর করে তোরেই আমি
নিয়েছিনু বুকে টেনে,
অট্টোহাসি হেসেছিলো সুখ
আমার এমন দুর্দিনে।

অন্যের প্রেমে পড়েছিলাম আমি
করেছিলাম পাওয়ার আশা,
সুখ পালালো প্রেম দেখে মোর
আদরের দুঃখ জুটলো কপালে, হলো সর্বনাশা।

******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক
পল্লীকথা সাহিত্য পরিষদ
সদস্য
বোনারপাড়া লেখক চক্র
সাঘাটা উপজেলা শাখা, গাইবান্ধা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
    আবারো পড়লাম, , আমার পাতায় আমন্ত্রন রইলো।
  • শিমুল শুভ্র ০৩/০৬/২০১৪
    মুগ্ধ হলাম কবিতায় ।
  • রুমা চৌধুরী ০১/০৬/২০১৪
    খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
    • আবু সাহেদ সরকার ০২/০৬/২০১৪
      মন্তব্যের জন্য ধন্যবাদ। অাশাকরি আমার অন্যান্য কবিতাও পড়বেন।
  • মোকসেদুল ইসলাম ০১/০৬/২০১৪
    বেশ সুন্দর হয়েছে
  • তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪
    বেশ লাগল কবিতাটি
    শুভেচ্ছা রইল
  • জোছনা ভেজা মন ৩১/০৫/২০১৪
    যদি কিছু মনে না করেন একটি কাথা বলতে চাই, আপনার কবিতার বিষয়ে। ched joti chinnho gulo ki jayga moto ache dekhe neben ektu. asadharon hoyeche apnar kobita
    • আবু সাহেদ সরকার ০২/০৬/২০১৪
      আমি তো নতুন মাত্র, ভুলগুলো না ধরলে আমি হয়তো আগামীতে আরও অনেক ভুল করতে পারি। মন্তব্যের জন্য ধন্যবাদ। অাশাকরি আমার অন্যান্য কবিতাও পড়বেন।
  • কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪
    চমৎকার কাব্য।
    • আবু সাহেদ সরকার ০২/০৬/২০১৪
      মন্তব্যের জন্য ধন্যবাদ। অাশাকরি আমার অন্যান্য কবিতাও পড়বেন।
  • এস,বি, (পিটুল) ৩০/০৫/২০১৪
    চমৎকার
  • টি আই রাজন ৩০/০৫/২০১৪
    ভাইয়া, আপনার চিন্তা শক্তির এই রুপে বহিঃপ্রকাশ খুব ভাল লেগেছে।
 
Quantcast