www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অধরা

অধরা
-রনি বিশ্বাস
আমি ভাবি আর কাঁদি
কাঁদি আর ভাবি,
কি করিয়াছি,
কি সহিয়াছি,
কত না কষ্ট লুকাইয়াছি
আপন হৃদয়কে জর্জরিত করিয়াছি।
নিষ্ঠুরতা দেখিয়াছি
লাঞ্ছনা গঞ্জনা সহিয়াছি,
আপন করিয়াছে পর
পরে দিয়াছে সান্তনা,
কখনো বা পরে করিয়াছে ছলনা,
আপন করিয়াছে বাহাবা।
কি আজব দুনিয়া?

এই দুনিয়াতে সবই ধারিত হয়
দুঃখ কখনও ধারিত হয় না।
সবই কেনা যায়,
সুখ পাওয়া যায় না।
যাকে খুঁজি
তাকে পাই না,
যাকে চাই
সে ধরা দেয় না।
সকলই অসাধ্য হইয়া পরিয়াছে
সোনার হরিণ অধরা রহিয়াছে।
জীবন রঙ্গীন করিয়া
শুরু হইয়াছে বটে,
শেষটা জমকালো হইল না
আধারে তলাইয়া গিয়াছে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Mahbubur Rahman ০৩/০২/২০১৮
    ভাল
  • দারুন
  • আলম সারওয়ার ০২/০২/২০১৮
    চমত্কার একটা কবিতা কবিকে শুভেচ্ছা রহিল
  • ভালো।
  • মোঃ ফাহাদ আলী ০১/০২/২০১৮
    আলো ফুটিবে যখন আঁধার শেষে
    রাখিও তাদের ভালোবেসে তোমার পাশে।

    শুভকামন রইল প্রিয় কবি।
 
Quantcast