www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নের কথা ভাবছি ❤

নৈঃশব্দে যে পাতাটি ঝরে পড়ে অলস দুপুরে
আমি তার স্বপ্নের কথা ভাবছি;
আত্ম-ক্রন্দনে বিষাদের বিষবৃক্ষ আজ তাতেও
স্বপ্ন-দুঃস্বপ্নের এক আলো-আধারী ধুষরতাও কাঁদায় তোমায়
আমার জানা ছিলনা, অথবা পড়া ছিলনা-❤

❤-একটি নৈর্ব্যক্তিক দুপুরে একলা বৃক্ষের জীবনী;
পত্র ক্রন্দন ভেবে ভুল করিনি হয়তবা শীতের সকালে
শিশির আর ক্রন্দন বুঝি সমার্থক শব্দ হয়ে দাঁড়ায়-❤

❤-এপাড়ায়,আমিও দাঁড়াই ...❤
নৈঃশব্দের মাঝেও যে কতো শব্দ থাকে-❤

❤- তা বোঝার অপেক্ষায়;

কিছু সবুজ পত্র হলুদাভ হয়ে ওঠে
চুয়ে চুয়ে ঝরে যায় সবুজ গ্রন্থি;
তবে কি পত্রেরও ঋতুস্রাব হয় ঋতুর সাথে সাথে ?
আমার নৈর্ব্যক্তিক দুপুরে অলস ঝরে পড়া পাতাটি
নৈঃশব্দের গহীনে আবিষ্কার করি-❤
❤- আমিও ভালোবাসতে জানি;;
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 • আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
  পড়তে পড়তে খেই হারিয়ে ফেলছি 'লাভ' সাইনগুলোর জন্যে...

  আপনিতো এমনিতেই অনেক দারুণ লিখেন...কবিতার মাঝখানে এই 'লাভ' সাইনগুলো একটু কম দিলে পড়ে আরাম পাওয়া যেত ।
  শুভেচ্ছা রইল, রাশেদ ।।
 • চমৎকার ভাবনা র কবিতা।আমার ভালো লেগেছে বরাবরের মতোই।ভালো থাকুন সবসময়।
  • ভাই,সুন্দর মন্তব্যের জন্য আমার আন্তরীক শূভকামনাসহ ধন্যবাদ রইল।
 • Sutana ২৬/১০/২০১৩
  Outstanding
 • কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩
  পড়লাম।
  এলোমেলো মনে হলো কাব্যিকতা।
  ভালো থেকো কবি।
 • জহির রহমান ২৫/১০/২০১৩
  "আমি ভালোবাসতে জানি
  আবার, ভালোবাসার প্রকাশ করতেও জানি।"
  - ভাল লেগেছে।
 
Quantcast