www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ক্ষনিক

নববর্ষে
কি এক অনিশ্চয়তার মধ্যে, অস্বাভাবিকতার মধ্যে শুরু হলো নববর্ষের যাত্রা।
হরতাল-অবরোধের মত দেশ বিধ্বংষি মারনাস্র দেয়া হচ্ছে দেশ প্রেমের নামে, গনতন্ত্র রক্ষার নামে। জ্বালাও পোড়াও করে কোন দেশ পেতে চেষ্টা আমাদের? অন্যদিকে গনতন্ত্র রক্ষার নামে বিরোধী মতের উপর পুলিশী নির্মমতা, গুলি আর রক্তের হোলী খেলা।
এমন অবস্থার মধ্যেই যাত্রা শুরু করল নববর্ষ। কি এক অশ্চর্য অনিশ্চয়তা চারিদিকে। তারপরও প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে কোন কার্পণ্য নেই আমাদের। আমরা চাই শুভ হোক এ নববর্ষ। দেশ আমাদের হয়ে উঠুক ধন-ধান্যে- পুষ্পে ভরা। সকলে মিলে মিশে যেন গড়ে তুলতে পারি আমাদের এই ছোট বসুন্ধরা।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১০৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ১৮/০১/২০১৫
    valo e lika chan bhi
  • রক্তিম ১৬/০১/২০১৫
    এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার ।
  • মোহাম্মদ রফিক ১৪/০১/২০১৫
    আমরা ক্ষমতা আর সম্পদকে ভালবাসি,এ দু’য়ের মোহে মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলি।বৈধ হোক কিংবা অবৈধ হোক ক্ষমতা আর সম্পদ হাতে পেতে
    কতই না তদবির আমাদের।
    অনেক রক্ত দিয়ে হলেও ক্ষমতা আর সম্পদের মসনদ
    হাত ছাড়া হোক তা- কেহই আমরা চাই না।
    সেই খেটে খাওয়া হাড্ডিসার কন্কালসম ক্ষুতাতুর মানুষগুলো এ দুটো লোভণীয় বস্তু আমাদের হাতে তুলে দেয় আর আমরা অনায়াসেই ভুলে যেতে পারি তাদের। শুধু ক্ষনিকের তরে লোভ আর মোহে অন্ধ হয়ে ভুলে যাই “ক্ষমতা আর সম্পদ” কতনা ক্ষনস্থায়ী।
 
Quantcast