www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনে পড়ে কি

মনে পড়ে কি ঘন কুয়াশার চাঁদরে ঢাকা
                 সেই শীতের সকাল,
যেদিন হয়েছিলো তোমার আমার প্রথম দেখা,
কে জানতো, সেদিন থেকেই শুরু হবে
দুজনার ভালোবাসার স্বপণের নতুন আল্পনা আঁকা।

মনে পড়ে কি সেই পড়ন্ত বিকেল বেলা
যেদিন প্রথম হাতে হাত রেখেছিলাম দু জনে,
যাত্রা করেছিলাম জীবনের নতুন পথ ধরে
শুরু হয়েছিলো কতোনা স্বপণের লুকোচুরি খেলা।

মনে পড়ে কি সেই দিনটির কথা
যেদিন তুমি আমি প্রথম রিকশায় চড়েছিলাম,
হঠাৎ দুজন দুজনের দিকে তাকিয়েছিলাম
তুমিতো লজ্জায় শেষ
যখন তোমায় আমার হাত বাড়িয়েছিলাম।

মনে পড়ে কি সেই সন্ধ্যে বেলা
দুজনে চলে যেতাম দূরে কোথাও,
ফুচকা চটপটি খেতাম
কতোনা গল্প, কতোনা হাসিতে
সুখের স্বর্গে হারিয়ে যেতাম।

মনে পড়ে কি তোমার আমার বেড়ানোর
সেই ঘন সবুজের প্রান্তর,
দুজন হাত ধরে হাঁটতে হাঁটতে আনমনা হয়ে
চলে যেতাম বহুদূরে
অজানা ঐশ্বরিক সুখে বিভোর হয়ে।

মনে পড়ে কি তোমার আমার কাটানো
একান্ত সেই কিছুক্ষন,
যখন ভালোবাসার আবেগে
এক হয়েছিলো দুজনার মন।

মনে পড়ে কি সেই সব দিন গুলো
দুজনে একসাথে চলেছি জীবনের অনেকটা পথ,
যে দিন গুলো ছিলো শুধুই ভালোবাসার রঙ্গীন সুতোয় গাঁথা
কতোনা স্মৃতি আজও এই হৃদয়ে রয়েছে দাগকাঁটা।

জানিনা তোমার মনে পড়ে কি
সেই সব দিন গুলো,
এ বুকে আজও জীবন্ত হয়ে আছে
সেই সব স্মৃতি গুলো।

জানিনা কোন পরিহাসে
আজ দুজনের দুকূলে বসবাস,
জানিনা কোন ভুলে
এ বুকে আজ শুধুই ভালবাসার দীর্ঘশ্বাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast