www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসার রাখি

রাখি বন্ধন ছিল ধর্মীয়,
এখন হয়েছে সার্বজনীন;
তাই কেউ রাখি নিয়ে এলে,
হাসিমুখে তা পরে নিন।


রাখি বন্ধন এমন প্রথা,
যার মধ্যে রয়েছে হৃদ্যতা;
রাখি বন্ধন করে তাই,
আমরা হই প্রাণখোলা।


শ্রীকৃষ্ণের রক্তাক্ত কাটা হাতে,
ওড়না বাঁধেন দ্রৌপদী;
সেই থেকে নাকি হয় রাখি বন্ধন,
এটা পৌরাণিক কাহিনী।


সম্রাট হুমায়ুনকে রানী দুর্গাবতী,
ভাই বোনের সম্পর্ক স্থাপনে;
নিজের ওর্নার কাপড়ে,
বেঁধেছিলেন অমর বন্ধনে।


১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে,
গঙ্গার ঘাটে সদলবলে;
রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছিলেন,
সকল সম্প্রদায় মিলে।


আমরা মানবতার পূজারী,
সম্রাট অশোকের মত;
তরবাড়ি হোক খেলনা,
ভালোবাসার রাখি থাক জীবিত ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো
  • ফয়জুল মহী ২৩/০৮/২০২১
    অপূর্ব কথামালা .
  • সুন্দর!
 
Quantcast