www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বনদেবী ও ছেলে


অবশেষে বনদেবীর অভিশাপ ঘুচলো । মা এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে আত্মহারা । যদিও কাহিনীটি বেশীদিন পূর্বের নয় ।
এক গ্রামে থাকে বুড়ি মা আর তার একমাত্র ছেলে । বাপ মড়ার পর ছেলেই সংসার চালায় ।

গ্রামকে ঘিরে রয়েছে এক গভীর অরণ্য । কিন্তু সবুজ অরণ্য পরিবারে বছরখানেক ধরে নানা বিপর্যয় ঘটে চলেছে । গাছেরা একে অপরকে কেঁদে কেঁদে বলে –
“ একে একে বট-অশথ দাদু হল হত –
আমাদের নিধন করে মানুষ থাকছে জীবিত ।”
অরণ্যের এই কান্নায় বনদেবীও ব্যাকুল হয়ে উঠলেন । তিনি সকল গাছেদের সেইদিন জ্যোৎস্না রাতে আশ্বস্ত করে ফিরে গেলেন ।

অন্যদিনের মত ছেলে জ্বালানী আনতে অরণ্যে গিয়ে দেখলো একটাও শুকনো কাঠ পড়ে নেই ; না পেলে রান্নাও হবে না । অগত্যা , কুড়োল দিয়ে সামনের আমগাছে কয়েক ঘা কোপ মারতেই ছেলেটি পরিণত হয়ে গেল গাছে । দেখতে দেখতে তার শরীরে গজিয়ে উঠলো ডালপালা , কচি পাতা ।

দিন গড়িয়ে যায় । দিন থেকে মাস কেটে গেল , মা কেঁদেকেটে আকুল । গাঁয়ের সবাই ভাবলো বাঘে খেয়েছে । খিদের তাগিদ বড়ই জ্বালার । বুড়ি মনের কষ্ট চেপে কাঠ জোগাড় করতে নিজেই চলল সেই অরণ্যে ।
খানিক যেতেই দেখতে পেল ছোট্ট মোটা তরতাজা একটি গাছ । হাতের কুড়োল দিয়ে কোপ মারতেই ওমা একী ! গাছটি উঠলো কেঁদে । দরদরিয়ে রক্তের স্রোত বইতে লাগল । মা ভেবেই পায় না এমন কেন ঘটল ! তখন বনদেবী আবির্ভূত হয়ে বললেন –
“ গাছ-মানুষ সকলের আছে জীবন –
মূল্য দিলে অমূল্য হবে সকলের মন ।।”
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৪৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast