www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তৃপ্তি

টক্‌জলে মাতানো, ফুচ্‌কার গন্ধে,
দঁাড়িয়ে খরিদ্দার, বিক্রি সকাল-সন্ধে্য।
গরম গরম জিলিপির, মজার ভারি লুট,
ছানা দিয়ে মিষ্টি যাচাই, লোভে দেই ছুট।
কঁাচা ছোলা, লঙ্কা আর মশলার লড়াই-এ,
আলুকাবলি, পাপড়ি-চাট, কাকে যাই ছাড়িয়ে?
ধঁোয়া ওঠা গরম তেলে, জ্বলছে চপ্‌-ফুলুড়ি,
ছুটছে সবাই দোকানেতে, জামাই-শ্বশুর-শাশুড়ি।
বাদাম-মটর-ছোলা ভাজায়, পুড়ছে গরম কড়াই,
এত খাবার সামলে চলে,লোভ কি করে এড়াই.....।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast