www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মমতাময়ী মা

হিম-লাগানো হাত দুখানির স্পর্শ স্নেহমাখা,
ছোট্ট চারার ছত্রছায়া, যেমন গাছের শাখা।
ঠিক তেমনি মায়ের মুখ,মায়ের ছত্রছায়া,
ডাকছে কেবল আয়রে কাছে,জড়িয়ে ধরছে মায়া।
মায়ের কোলে মাথা রেখে পাচ্ছি স্বর্গ-সুখ,
মিষ্টি মায়ের মিষ্টি হাসি, ভোলায় সর্ব-দুখ।
তাক্‌ লাগানো, মন মাতানো, সুনিপুণ হাতের কাজে,
কোথায় পাবো এমন মহিমা, এটা মাকেই কেবল সাজে।
রান্না ভারি, কথা নেই তার, পাচ্ছে কেবল ক্ষিদে,
স্নেহমাখা মার রান্নার স্বাদ, হৃদয়ে যাচ্ছে সিধে।
মায়ের ডাকে সুখ যে কত..., বুঝছে জীবন মানে!
বারে-বারে যাই, ছুটে চলে যাই,মায়ের মায়ার টানে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ০৭/০১/২০১৪
    khubi sundor akti kobita .
  • দীপঙ্কর বেরা ০৬/০১/২০১৪
    Bhalo laglo pore. Khub Sundar
 
Quantcast