www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিন্তামণী

রাতের পর রাত জেগে শিখেছিল সে নামতা
বেকার হয়েছে সবই নেই তার কোন ক্ষমতা
শৈশব থেকে যৌবনে পা দিল সে বটে
বোকার হদ্দ গাধার দল নেই বুদ্ধি ঘটে
বারবার সে শুনেছে সবই শুনছে এখনও
লোকে বলে বেকার ছেলে অতি নগন্য
হাটে-বাজারে মার খেয়ে মরে টাকার অঙ্কেতে
বেহিসেবী-কার্টুন-গবেড নাম তার সঙ্গেতে
চিন্তার বড় কারন সবার সে হয়েছে পড়ে
জানি না আর কপালে কী আছে তার ওরে...!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সালু আলমগীর ১৫/০৭/২০১৪
    ভাল লাগল,বেশ লিখেছেন।
  • কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪
    বাহ্ কবি, মুগ্ধ হলাম লিখনীতে। বেশ সুন্দর ভাবনার লিখনী। শুভেচ্ছা রইলো দিদি।
    • পিয়ালী দত্ত ১৫/০৭/২০১৪
      ধন্যবাদ বন্ধু...ভাল থাকবেন।
  • বাহ দুর্দান্ত শব্দমালা। ভাল লাগল। চমৎকার কথামালায় অনন্য এক লেখনী।
  • শিমুল শুভ্র ১৪/০৭/২০১৪
    বেশ লেগেছে ।
  • সাইদুর রহমান ১২/০৭/২০১৪
    শিক্ষা কখনো বেকার যায় ?
    খু--ব ভালো লিখেছেন।
    শুভেচ্ছা রইলো।
  • কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার
    কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার
    কেউ চায় বেচতে রুপো রূপের আলোয় চুলের ফ্যাশন
    আমি কোনো বেকার হবো এটাই আমার এ্যাম্বিশন...
    খুব ভালো লাগলো কবিতা
  • আবু সাহেদ সরকার ১২/০৭/২০১৪
    চরণগুলো বেশ মনমুগ্ধকর। দিনকাল কেমন কাটছে কবি?
    • পিয়ালী দত্ত ১৫/০৭/২০১৪
      ধন্যবাদ কবি উত্সাহি মন্তব্যের জন্য...ভাল চলছে।
  • রামবল্লভ দাস ১২/০৭/২০১৪
    খুব......ব ভালো ।
  • সুন্দর এবং ছন্দবদ্ধ, ভালো লাগল,,,,,
  • টি আই রাজন ১২/০৭/২০১৪
    সুন্দর ছন্দের সংমিশ্রণে ভাল একটা লেখা পড়লাম সকাল সকাল। ভাল থাকুন।
 
Quantcast