www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধুনীড়

ভালবাসাই ভাষা,
               হৃদয়ের গোপন আশা,
  দু'চোখের চয়িত নেশা ----
              মধুনীড় ভালবাসা !


স্বপ্নের ছোট্ট বাসা,
 মগনে গড়ে তুলবো,
  লহরিয়া আধুত শ্রাবণ __
             লহনায় ভরে তুলবো।
লগনের ঘোরে লাগবে হিয়ায়
            ---- লাবনির ভালবাসা !


 রাকারাত শুধু  জাগবো দু'জন,
                         রাগিণীর ভরসা,
 রাহী রব রাই তোমার প্রেমের, __
                          রাতুল বরষা !

হরষে -
           লোল অলকে
                     রাঙাবে ঠোঁটে
               লহুলহু মুক্ ভাষা ,
          মধুনীড় ভালবাসা !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দ্বীপ সরকার ০৯/০২/২০১৬
    অনেক ভালো।
    • পলাশ ১১/০২/২০১৬
      ধন্যবাদ দ্বীপ ! এযাবৎ জানায় ছিল না যে বাংলা ভাষায় তারুণ্যের মত এরকম সুন্দর কিছু উদ্যোগ ইতিমধ্যেই কেউ কেউ নিয়েছেন
  • মিশ্রণ মিশ্রিত কাব্যকথন।
    • পলাশ ০৮/০২/২০১৬
      মিশ্রণ মিশ্রিত ? অপরাধ নেবেন না , একটু যদি বুঝিয়ে বলেন।
  • অসাধারণ একটা কবিতা॥ ভালো লাগলো॥
  • অভিযান পাল ০৮/০২/২০১৬
    ভাষা-ভঙ্গি বেশ মজাদার । কয়েকটি শব্দের মানে বুঝতে পারিনি । অনুগ্রহ করে আলোক-পাত করলে এ পাঠকের ভালো লাগবে ।
    ১) চয়িত নেশা > মানে কী ? কবিতায় এই শব্দটির প্রাসঙ্গিকতা কোথায় ?
    ২) "লহরিয়া আধুত শ্রাবণ / লহনায় ভরে তুলব"...মানে বুঝতে পারিনি ।
    ৩) রাতুল বরষা ? মানে কী লাল রঙের বর্ষা ?
    ৪) লোল অলকা > মানে ?
    ৫) লহুলহু মুক্ ভাষা > মানে ?
    আপনি একেবারে অত্যাধুনিক কবি । কবিতায় গভীর ভাব কীভাবে প্রকাশ করেছেন পড়তে গিয়ে ঘের পাচ্ছি না । বড়ো ভালো লাগল । ধন্যবাদ ও শুভেচ্ছা ।
    • পলাশ ০৮/০২/২০১৬
      আপনি যে ধৈর্য ধরে পড়েছেন, অনুধাবন করতে চেয়েছেন এতেই আপ্লুত !

      "দু'চোখের চয়িত নেশা" => দু'চোখে জমে ওঠা নেশা
      "লহরিয়া আধুত শ্রাবণ" => লহর মানে ঢেউ, আধুত মানে কম্পিত - আবেগের ঢেউ এসে শ্রাবনের ধারার মত সবকিছু ভিজিয়ে দিয়ে যাচ্ছে।
      লহনা মানে পাওনা / লভ্য => এ শ্রাবণ যত চাওয়া - পাওয়া সব তোলপাড় হয়ে যাক

      লোল অলকা => অলকে টাইপিং-এর ভুলে অলকা হয়ে গেছে => মুখের আসেপাশের আলুথালু কেশগুচ্ছ
      লহুলহু => মৃদু-মৃদু
      রাতুল => রাঙা অর্থাৎ লাজে রাঙা
  • তারুণ্যে আপনাকে স্বাগত
 
Quantcast