www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। নষ্ট ভালবাসা বোধ।।।

অদৃশ্যমান নৈরাশ্যতা,
যন্ত্রণার লেলিহান শিখা কোন কিছুরই
স্থান দিতে চাই না,
এ ক্ষুদ্র হৃদপিন্ডে আর -
সারাক্ষণই বুকে চলে বিক্ষোভের জনসভা,
ভীষন বিশৃঙ্খলায় বিদ্ধ দিক দর্শন বোধ,
কন্ঠ লগ্ন প্রেম রক্তের গহনে,
জ্বালিয়ে গেল আগুন,
বনের দাবানলের মত পুড়ে হয় ভস্মীভূত সব,
রক্তলগ্ন নগ্ন ক্ষোভে কাঁপে আজ বিষন্ন হৃদয় ।

একদিন ভালোবাসার নামে -
পাহারা দিয়েছি অরক্ষিত জীবন ,
সবই ছিল কি তবে বৃথাই আস্ফালন,
নাকি ছিল মনের মতিভ্রম,
লুট হয়ে গেলো ভালোবাসা অজানা সম্মতিতে,
আজও ফ্রেম বন্দী কেনো সব
দুর্বিষহ জীবনের তৈল চিত্রের আঁচড় -
পুরাতন প্রেমের ফাঁদে।

স্মৃতিতে বাঁচে তবে কেন
স্বর্ণ লতার মত মিথ্যা পরজীবী ভালোবাসার বীজ,
নতুন ভালবেসে -
নতুন ঘর বাঁধার স্বপ্ন বিলাসী মন,
বাঁধাগ্রস্থ বারংবার,
জীবন ধাবমান হয় কেন তবে
সংকীর্ণ পথ পরিক্রমায়,
ঘর তো হলো না,
পেলাম না বসতি বানাবার এক টুকরো জমি,
নিরাকার ভালোবাসার বিষ বাষ্পে,
ইট ভাটার মত –
কয়লা পোড়া নির্গত চিমনির
কালো ধোঁয়ার ঘূর্ণমান কুণ্ডলী,
সারাক্ষণ ই অন্ধকারাচ্ছন্ন করে-
আমার অবশিষ্ট বর্তমান আর আগামী,
নষ্ট অন্ধকারের ভেতর,
পথ হারা নষ্ট জীবন,
আর নষ্ট ভালবাসা বোধ।।
====================
# রূপনগর_ ঢাকা_১৪/০৬/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast