www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। মহামারীতে ইঙ্গিত।।।

মূর্খ মানব জাতি,
ইঙ্গিত বোঝ না, তবে বোঝ টা কি?
গলদঘর্ম হয়ে গেলে মহামারীর
ভয়ার্ত থাবায়,
আজ শুধু স্বীয় নিরাপত্তা খোঁজও
বাঁচার আশায়,
নিজ জীবনের কাছে
তুচ্ছ হলো ভালবাসার প্রাণ,
যায় যাক সব মৃত্যুর পেটে,
শুধু বেঁচে থাক আমার জান।

মহামারীর গ্রাসের সংকটে বিশ্ব,
আক্রান্ত হাজার লাখো পরিবার,
আরো আছে কোটি কোটি পরিবারের
অনিদ্রায় রাত্রি পার।

আক্রান্ত মানুষেরা আলাদা হচ্ছে
প্রতিদিন প্রতি মূহুর্তে নিজ শেকড় থেকে,
যদি সুস্থ হয়ে ফেরে টেনে নেবে সবে
আবার বুকের মাঝারে,
আর যদি ফেরা না হয় এ জগত সংসারে,
তবে দূর থেকে তোমাকে
শ্রেফ দুফোঁটা অশ্রু ঝরায়ে বিদায় জানাবে,
শেষ বেলাতেও পাবেনা তুমি
প্রিয়জনের শরীরের সুবাসিত গন্ধ নাকে।
তোমার শবের শেষ কৃত্যও হবে না
আর জাঁকজমক অনুষ্ঠানে,
এতদিনের ভালবাসার দেহ খানি,
নিমেষেই এনে দেবে অশনি সংকেতের ছায়া।

চিন্তা কর হে মূর্খ মানব জাত,
আজ দুনিয়ার এ চিত্র,
আবারও প্রদর্শিত হবে কিয়ামতের মাঠে,
উত্থিত করা হবে সকল মৃত দেহকে,
কঠিন আযাবের দিনে,
সূর্যের ক্রমাগত লেলিহান তাপে,
উদ্ভান্ত আর দিগ্বিদিক জ্ঞান শূন্য হবে আবারও,
চিনবে না কোন আপনার আর আত্নীয় জন,
উপকারে আসবে না এ পৃথিবীর কোন বন্ধন,
সবাই হবে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত,
রোজ কিয়ামতের দিনে
এক প্রভুই হবে তোমার শেষ সহায় সম্বল।।
+++++++++++++++++++.
#নিরব_নির্বাসন।
#ঢাকা_২৮/০৩/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৩/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পড়ে এই কবিতা
    মনে হয়েছে শেষ কথা।
  • ফয়জুল মহী ২৮/০৩/২০২০
    প্রতিদিন যে পুথি পড়ে ,তাই আমরা সত্য বলে জানছি । দেশে ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সঠিক সংখ্যা রাষ্ট এবং আল্লাহ জানে । তাই সাবধান থাকুন। ধর্য্য ধারণ করুণ পারলে আপনার পাশের অসহায়কে মানবতার হাত প্রসারিত করুণ।
  • ভালো।
  • দারুণ কবিতা।শুভেচ্ছা রইল প্রিয় কবি।
 
Quantcast