www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। আকাশের প্রতিচ্ছবি ।।।

।।। আকাশের প্রতিচ্ছবি ।।
+++++++++++++.
আকাশের দিকে তাকাও,
দেখো আজ ভোরের আকাশটা কে,
গভীর ভাবে তাকাও, আরও গভীরে,
যতটা দৃষ্টি সুতীক্ষ্ণ করে দেখা যায়,
দেখো না তাকে।
রৌদ্রের হালকা বর্ণোচ্ছটায়
ক্রমান্বয়ে আলোকোজ্জ্বলিত শিখায়,
হাসছে নীলাভ আকাশের বুকখানি।
প্রাতঃ প্রার্থনা শেষে,
ছুটে চলেছে সবাই যে যার কর্মে,
মেখে নিচ্ছে সকলে সকালের
স্বর্ণ রঙা আলোক ছটা গায়ে,
দিনের শুরুর মতই সবাই তাই
শান্ত আর পরিপাটি মেজাজে ।
বেলা বাড়ছে ক্রমান্বয়ে,
স্থান পরিবর্তন হচ্ছে সূর্যের
ঠিক আকাশের মধ্য হৃদয় বরাবর,
মধ্যাহ্নের অগ্নিমূর্তি ধারন আকাশের,
তপ্ত লাভা সম তাপদাহ উগরে দিচ্ছে যেন ,
চারপাশের শান্ত শিষ্ট মেজাজের
হঠাৎ ই যবনিকা পাত।
শুরু হচ্ছে - হট্টগোল, কোলাহল,
চিৎকার, আর শব্দের দূষণ,
বেলা ক্রমান্বয়ে বাড়ছে, বেড়েই চলেছে....
বিকেল সমাগত,
সূর্যের আলোর তির্যকতা,
তেজ্যদীপ্ত রশ্মিতে যৌবনের ভাটা,
পশ্চিমাকাশে অস্তাচলের পূর্বাভাস
আলোক ঝলমলে একটি দিনের
পরিসমাপ্তি আঁধারের কোলে।
দিনের শেষ,
শ্রান্ত মানুষগুলো ফিরছে তাদের আবাসনে,
পরিবার পরিজন আর প্রিয় সান্নিধ্যে।
আবার কেউবা ফিরছে ঘরে,
জানে সেখানে দরজা খুলে দেবার
আজ আর কেউ নেই,
নিজেই নিজেকে অন্তরীণ করতে হবে,
অন্ধকারের বুকে সোঁপে দিয়ে
বরণ করে নিতে হবে অন্ধকার একাকিত্বকে,
নিঃশব্দে অপেক্ষায় থাকা....... ফের
আগামী দিনের ভোরের আকাশটা দেখবে বলে।
.+++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ১২/১১/২০১৯।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নুর হোসেন ৩১/১২/২০১৯
    ভালো লাগলো।
  • অসাম
  • sudipta chowdhury ৩০/১২/২০১৯
    Sky is the deepest shelter of human feelings because sky is looking your every feelings of every day; seceond; minute.
    • নুর হোসেন ৩১/১২/২০১৯
      এটি মুলত বাংলা ভাষা-ভাষীদের জন্য উন্মক্ত ফোরাম।
      আশাকরি আপনি বাংলায় সবাইকে উৎসাহ দিবেন।
    • salutes... For your constructive comments and encouraging me... Thx
 
Quantcast