www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। পৌঁছে যাবো।।।।

।।। পৌঁছে যাবো।।।। 😪
আর নয় দুরে থাকা,
যত দুরেই থাকো, সাত সমুদ্র
তের নদী অনায়াসে পার হয়ে
পৌঁছে যাবো ঠিকই।
পাহাড়, পর্বত শৃঙ্গ অনায়াসে পেরিয়ে,
পথের বন্ধুরতার কোন এক সন্ধিতে,
দৃঢ পায়ে মাড়িয়ে, পেছনে ফেলে
পৌঁছে যাবো তোমার কাছে ঠিকই।
গ্রীষ্মের খর তাপ উপেক্ষা করে,
পুড়তে পুড়তে কাঠকয়লা হয়ে
ঠিকই পৌছে যাবো তোমার কাছে আবার।
আষাঢ়ের আকাশের ঘন কালো মেঘ,
আর ঝড় ঝঞ্চার রোষানলের ভিতর,
নির্ভীক চিত্তে ঠিকই পৌছে যাবো আমি।
শ্রাবনের একটানা ভারী বৃষ্টিতে,
আলোকিত বজ্র্রপাতের মূহু মূহু
ধ্বনি অগ্রাহ্য করে
ঠিকই পৌঁছে যাবো তোমার কাছে
ভেজা শরীরে।
শীতের কন কনে হাওয়া, তুষার ঝড়
কিংবা তুষার আচ্ছাদিত পথ ঠিকই পেড়িয়ে
পৌঁছে যাবো তোমার কাছে একদিন।
তোমার চোখের তারায়,
খুঁজে নেবো আবারও,
আমার হারিয়ে যাওয়া ভালবাসা।
তোমার দৈনন্দিন কাজের ফাঁকে,
ঘর্ম্য সিক্ত ভেজা শরীরের গন্ধ
নিয়ে ফের মাতাল হবো আমি।
হাতে হাত রেখে, ঘেঁষাঘেঁষি করে বসে,
শরীরের উত্তাপ নিয়ে,
আবারও ভালবাসবো দুজন দুজনকে।
কোন এক নৈসর্গিক লেক, বা সমুদ্র বেলায়
সূর্য্যদ্বয় আর সূর্যাস্তের খেলা
ফের দেখতে দেখতে নতুন করে
ভালবাসবো আবার।
মনে রেখো,
আমি ঠিকই পৌছে যাবো
তোমার কাছে তোমার ভালবাসা পাবার
যতই কষ্টার্জিত হোক না কেন তা আবার।
.============
নিরব নির্বাসন। 😪😪😪
ঢাকা – ২১/০৯/২০১৯।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast