www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার চোখে জল কেন

তোমার চোখে জল কেন?
কি কারণে করেছিলে অশ্রুপাত?
কার জন্য ছিল সে চিৎকার!
কি কারণে পেতেছিলে ছলনার ইন্দ্রজাল?
কার জন্যে ছিল সে অভিমান!
কি কারণে ভুলে গেলে পিছুটান?
কার জন্যে ছিল সে উৎপাত!


তোমার চোখে জল কেন ছিল?
কেন? কার জন্যে? তুমিও কেন?


আমি নেই কোথাও কেন!
অতৃপ্ত হৃদয়ে হন্যে হয়ে খুঁজছি যখন,
বোবা কান্নার আর্তনাদ, মন জমিতে হচ্ছে বজ্রপাত!
তুমি নেই কোথাও কেন?
তৃষ্ণার্ত মনে জল পানে ব্যস্ততায় তখন,
পরিতৃপ্ত মনে তোমার সুখের বৃষ্টিপাত!


কেন? কার জন্যে? তুমিও কেন?
আমি নেই কোথাও কেন তোমার?
তোমার মাঝে নেই আমি! কে সে তোমার?


তোমার চোখে জল কেন?
কি কারণে অশ্রুপাত, বুঝিনি কেঁদেছিলে যখন!
কার জন্যে ছিলো কাকুতি?
মিথ্যে আলাপনে,অশ্রু জলে সিক্ত করেছিলে মন।


তোমার চোখে জল কেন?
কি কারণে ছলনার আশ্রয়, বুঝিনি কাঁদছিলে যখন!
কার জন্যে ছিলো মিনতি?
মিথ্যে স্বপ্ন, অশ্রু জলে কেড়েছিলে মন।


জল কেন! তোমার চোখে কেন ছিলো জল?
কার জন্য? কে সেই মায়ার জাল!
অশ্রু সজল তোমার সে চিৎকার আজও প্রতিধ্বনি তোলে!
তুমি কার, কে তোমার অনন্তকাল ?


জল কেন ছিল! কেন কেঁদে ভাসিয়েছিলে বুক?
কার জন্য? কে সেই ইন্দু বালা!
অশ্রু সিক্ত তোমার সে প্রলাপ আজও তীর ছোড়ে বুকে!
তুমি কার? তোমার সেই কে?


তোমার চোখে জল কেন?
কাঁদছো কেন তুমি? প্রশ্নবিদ্ধ বিবেক কোথায় তোমার?
ছলনা,মিথ্যে আলাপন,অবাঞ্ছিত কথা!
কোথায় তোমার সব?
তুমি মৌন কেন! শুদ্ধ উপলব্ধি আজ কোথায় তোমার?


আর কোন চাওয়া নেই আমার!
যা কিছু দিয়েছো এক এক করে সবটা দিয়ে দেবো


আঁচল,কাজল,নজর ফোটা!
গয়নার বাক্স,টিপ,সিঁদুর কৌটা!
জেগে থাকা,ঘুমন্ত সৌন্দর্য!
বিরহ উষ্ণতা, রূপ মাধুর্য !
চুম্বন, তিলক, শেষ নিঃশ্বাস!
সিক্ত কলিজায় বিদ্ধ তীর, অন্ধ বিশ্বাস!


এক এক করে জমা দেব তোমার সব, যত্নে রেখো!
যা কিছু দিয়েছো এক এক করে সবটা দিয়ে দেবো।
তবুও তুমি কেঁদো না...


০৮/১১/১৮
শাল বাগান, রাজশাহী
রাত, ১১ঃ৪০ মিঃ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সমির প্রামাণিক ০৪/১২/২০১৮
    আবেগের অনন্য প্রকাশ। মনোরম কাব্যিকতা। মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইল।
  • দীপক কুমার সরকার ০৩/১২/২০১৮
    অশ্রুসিক্ত লেখা।
  • অরন্য রানা ৩০/১১/২০১৮
    বাহ! সত্যিই অসাধারন লেখা
  • হৃদয় নিংড়ানো লেখা।
  • আনেক সুন্দর
  • বেশ সুন্দর
  • দীর্ঘ-উচ্ছ্বাস!
  • khub valo
 
Quantcast