www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উঠুক ঝড়

উঠুক ঝড় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে,
উঠুক ঝড় মানবের বৃহৎ স্বার্থে সত্যের সাপেক্ষে।
চারি দিকে অপরাধ, অবজ্ঞা, অবহেলা বঞ্চনা
হিংসার আস্ফালন ধর্মীয় মেরুকরণ বিভঞ্জনা
নির্মম শিশুর আর্তনাদ, পুস্ফুটিত নারীদের হত্যা
ধর্ষনের ভীত স্বস্তায় নিরাপত্তার কিঞ্চিৎ লভ্য।
সরকারি অফিস, কলেজ, বিদ্যালয় কারাপসনের আতুর ঘর।
চাতকের অসীম চাওয়া লভ্যাংশের অগ্রিম ডোনেশান।
চাকরি, শিক্ষা, হাসপাতাল সবিতে টাকার খেলা।
ধনীদের অস্বাভিক মূল্যমানের ঘটেছে শ্রী বৃদ্ধি
গরিবদের সেই চিরে অতীতের অবহেলা বঞ্চনা।
ডাক্তার বাবুদের দুর্নীতি রোগীদের রক্ত শোষণ
গরিবের চোখের জলে ধনীদের দালানবাড়ি।
নারী, শিশুর পাচার, রেপ, বেশ্যাখানার বন্দি পাখি,
ছোট বড় কেউ নিরাপদ নয় সবাই লোভীদের পুন্য,
মদের লাইসেন্স পুঞ্জিকরন প্রশাসনের ধনলভ্য
আইনের অক্ষমতায় পুঁজিবাদীর জয় জয়কার,
সবিতেই টাকা চাই, টাকায় মানবের মূল্যবোধ
শিক্ষার সার্টিফিকেট কেবল এক টুকরো কাগজ,
টাকায় চাকরি আসল মাপকাঠি দুর্নীতির স্বত্ব।
সুদিনের নাম দুর্দিন, রাজনীতির নির্মম খেলা
সাধারণ মানুষের রক্তের রঞ্জিত প্রতিচ্ছবি
নিউজ পেপার আর টিভি চ্যানেলের মিথ্যা TRP।
চারিদিক আজ স্তব্দ, বেকারাত্ব ও দুর্ভিক্ষের অগ্রসনে।
মায়াবী দুস্ত জাতীয়তা করনের বিষাক্ত ছোবল
হিন্দু মসলিম তিক্ততার চির সূত্রার দাড়ির টান।
হৃদয় ভাঙ্গা ভাতিত্রবোধ, অকুন্ঠ নিরাশার গ্লানি
চারিদিকে সন্ত্রাসের কালো ধোয়ার ভুগান্তি।
ভয়ন্কর বিষ্ফোরনে হিংসার বহিপ্রকাশ
শাসন ব্যবস্থা স্তম্ভ আজ কম্পিত মাও ধ্বনিতে
গেরুয়া বসন ও নামধারী মলবিদের মিথ্যা প্রচার
অস্ত্র খেলায় মেতেছে সব নারী পুরুষ ছোট বড়
জ্বলন্ত লাভার মত ফুটন্ত এক ভয়ানক বাতাবরণ।
জাগো মানব জাগো গড়ে প্রতিরোধ
উঠুক ঝড় প্রতিবাদের চারিদিকে ভরে উঠুক সত্যের আলোতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ০৮/০৯/২০১৮
    অপূর্ব
  • আব্দুল হক ০৭/০৯/২০১৮
    বেশ , ধন্যবাদ
 
Quantcast