www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ড্রিমগার্ল

ড্রিমগার্ল ---
স্বপ্ননারী ---
মোনালিসা ------
আমার স্মৃতিপটে আঁকা ফিকে হয়ে যাওয়া
সাদাকালো রঙিন কিছু খণ্ডচিত্রের মনতাজ
আরতি মেশানো আয়ত গভীর অপলক দুটি চোখ
ঈষদ ফাঁক হওয়া তিরতিরে কম্পমান নরম ভেজা ঠোঁট
কপালে নাকেরডগায় ওষ্ঠদেশে চিবুকে পুঞ্জীভূত ঘাম
গরম নিঃশ্বাসের হলকা
দ্রুত হতে দ্রুততর হৃদস্পন্দন                                                                সমুদ্রে স্তব্ধ হয়ে যাওয়া দামাল উপচে পড়া দুটি ঢেউ-এর
ঘন ঘন  আস্ফালন  
অনাবৃত কৃশকায় কটিদেশ                                                                   কস্তূরীসম নাভিপদ্ম প্রস্ফুটিত  
নিতম্বিনীর আংশিক উন্মোচিত পেলব ধবধবে অংশ                            অ্যাক্রোপলিসের বিশাল দুটি থাম
গর্জে ওঠা ভিসুভিয়াস স্ট্র্যাটোভলক্যানো ---------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর! শুভেচ্ছা।
  • সোলাইমান ১৮/১২/২০১৬
    চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ।ভাল লিখুন ভাল থাকুন সবসময় কবি।
 
Quantcast