www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় বন্ধু

বন্ধু হলো পথহীন পথে নির্ভয়ে হেঁটে চলা
‎বন্ধু হলো ঘোর অমানিশায় পূর্ণ চন্দ্রকলা,
‎বন্ধু  হলো উচ্ছাসিত হাসির পেছনে কান্না দেখা
‎বন্ধু হলো বিনিদ্র রজনীতে কাঁধে মাথা রাখা,
‎বন্ধু হলো ছন্দহীন কবিতা ও বেসুরো গানের শ্রোতা
বন্ধু হলো বেদনা নাশক রক্তক্ষরণের ব্যথ্যা,
‎বন্ধু  হলো চায়ের কাপে তুমুল ঝড় তোলা
‎বন্ধু হলো কথায় কথায় নিত্য গাল ফোলা,
‎বন্ধু হলো পাথরের বুকে জেগে উঠা উষ্ণ প্রস্রবণ
‎বন্ধু  হলো ডুবন্ত জাহাজে বিশ্বস্ত আচরণ,
‎বন্ধু  হলো না পাঠানো চিঠি সযত্নে জমা রাখা
‎বন্ধু  হলো না বলা কথাটি সদা গোপন রাখা।
‎বন্ধু  হলো হিসাবী খাতায় বেহিসেবী দাগ কাটা
‎বন্ধু  হলো একটি ফ্রেমে দু'টি ছবি আঁটা,
‎বন্ধু  হলো "প্রিয় বন্ধু  " লিখা ডায়রীর পাতা
‎বন্ধু  হলো সমাধির 'পরে সেঁটে রাখা শেষ কাব্য গাঁথা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast