পথিকের অজানা
পথিক পথের তরে,
না কি! পথ পথিকের তরে।
জানা নেই মোর,
তবুও পথ চলে চলে করি ভোর।
কিছুদুর পায়ে হেঁটে চলি
পথিকের বেশে,
তারপর বেঁকে যায় পথ
পথের পর পথ দিগন্ত শেষে।
অবসাদ, ক্লান্ত পথিক আমি
খুঁজে ফিরি বিধাতার ঠিকানা,
সকল পরীক্ষা পরে.......
বিধাতার অন্তিম নির্ণয়, হবে কি জানা?
না কি! পথ পথিকের তরে।
জানা নেই মোর,
তবুও পথ চলে চলে করি ভোর।
কিছুদুর পায়ে হেঁটে চলি
পথিকের বেশে,
তারপর বেঁকে যায় পথ
পথের পর পথ দিগন্ত শেষে।
অবসাদ, ক্লান্ত পথিক আমি
খুঁজে ফিরি বিধাতার ঠিকানা,
সকল পরীক্ষা পরে.......
বিধাতার অন্তিম নির্ণয়, হবে কি জানা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১১/০৫/২০২৫বাহ বেশ সুন্দর ভাব্না
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৫/২০২৫মুগ্ধ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২৫বাহ্ দারুণ উপস্থাপন।