শঙ্কিত হৃদয়
নিরব নিথর নিশীথিবেলা
শূন্য ঘর,খোলা জানালা
প্রকৃতিতে জাগে ঋতু বদলের পালা
ভ্রমর -পুষ্পের চলে প্রেম প্রেম খেলা।
বসন্ত দেয় হানা রুদ্ধ দ্বারে
তৃষ্ণার্ত প্রাণ রুখি কি করে?
মন বলে - কি জানি! কি হয়!
শুধু ভয় হয়,ভয় হয়।
চৌদিকে বয়ে যায় দক্ষিণা মলয়
সংশয়ে কাঁপিছে হৃদয়
যদি ভূল হয়........?
ভগ্ন হৃদয় কেঁদে কয় - না, না, না!
মিছে সব মিছে ...
এই ক্ষনিকের মোহ কেটে যাবে
আবার প্রভাত হবে
ফিরে যাবে পথিক জনতার ভীড়ে
একাই রবে তখন নষ্ট নীড়ে।
শূন্য ঘর,খোলা জানালা
প্রকৃতিতে জাগে ঋতু বদলের পালা
ভ্রমর -পুষ্পের চলে প্রেম প্রেম খেলা।
বসন্ত দেয় হানা রুদ্ধ দ্বারে
তৃষ্ণার্ত প্রাণ রুখি কি করে?
মন বলে - কি জানি! কি হয়!
শুধু ভয় হয়,ভয় হয়।
চৌদিকে বয়ে যায় দক্ষিণা মলয়
সংশয়ে কাঁপিছে হৃদয়
যদি ভূল হয়........?
ভগ্ন হৃদয় কেঁদে কয় - না, না, না!
মিছে সব মিছে ...
এই ক্ষনিকের মোহ কেটে যাবে
আবার প্রভাত হবে
ফিরে যাবে পথিক জনতার ভীড়ে
একাই রবে তখন নষ্ট নীড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৯/২০২৫বেশ
-
বোরহানুল ইসলাম লিটন ০২/১১/২০২২সুন্দর অনুভবে অনন্য সৃজন!
-
শ.ম. শহীদ ৩১/১০/২০২২চমৎকার হয়েছে।
-
Rafia Noor Purbita ২৮/১০/২০২২Wowww
-
ফয়জুল মহী ২৮/১০/২০২২চমৎকার মুগ্ধতায় মোড়ানো লেখাটি মন ছুঁয়ে গেলো।