www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মহামারী করোনা

পৃথ্বী আজি ভূ - কম্পনে কাঁপলো সারা বিশ্বময়,
গগন-পাতাল লাশের মিছিল ক্ষণে ক্ষণে মৃত্যু ভয়।
চীন থেকে এক অগ্নি ক্ষেপণ রাক্ষসের ন্যায় ছুটে,
প্রাণ বাচাঁতে মানব জাতি, ইয়া নাফসি রব উঠে।
ক্ষমতার দাপট, রণভূমে যত ক্ষেপনাস্র চালায়,
বীর বেশে যারা রকেট বুকে অগ্নি শিখা জ্বালায়,
সাত সমূদ্র , গভীর জলে, কুঁড়ে আনে যারা প্রাণ,
মঙ্গলগ্রহে, গ্রহপুঞ্জ জয়ে, দিবানিশি অনির্বাণ।
সাগরবুকে বাষ্প -শকটে ভাসে যত শত টন,
গগন বক্ষে বায়ু বুক চিরে দূর্বার গতিতে পণ।

সে সকল মানুষ দিশেহারা আজ চারিদিকে অন্ধকার,
মৃত্যু প্রহর গুনছে তারা, তুমি কে, আমি কার?

এ কী সাইক্লোন! মহা ঝড় ভবে, নূহ নবীর মহা প্লাবন,
দৈব কোন অপশক্তি নাকি? নাকি সৃষ্টি অনুধাবন।
তবে বুঝে গেছি সহসায় আমি, সৃষ্টি যেখানে নিথর,
স্রষ্টা সেখানে অঙ্গুলি ঈশারায়, পৃথিবী কাপায় থর-থর।

আমি মুসলিন নয়, হিন্দু নয়, খুজি না বৌদ্ধ খ্রিষ্টান,
বাঁচাও মোদের হে বিধাতা, বাঁচাও মালিক মহান।
করোনা ভাইরাস মহামারী আজ বিশ্ব গেছে ছেয়ে,
চতুর্দিকে তাকিয়ে দেখি আসছে মৃত্যু ধেঁয়ে।
তোমার বিচারে পাপী মোরা, নেকের কিছু নাই,
সকল আযাব, গজব থেকে বাচাও মোদের সাঁই।
মসজিদ,মন্দির, গীর্জা প্যাগোডায় প্রার্থনা হে প্রভূ,
ক্ষমা করো যত গুনাহ আছে সাঁই, জীবন প্রদীপ নিভু।
জীবন যদি কেড়ে নাও প্রভূ, বাচার উপায় নাই,
শেষ কালে যেন মাটির দেহেতে আরশের ছায়া পাই।

রচনাকালঃ ২৬/০৩/২০২০
রাত ১২ টায়, ছয়গ্রাম
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast