www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খুনসুঁটি

এলোমেলো সাদা বর্ণের
রিক্ত ভাষার উপাত্ত তুমি।
হৃদয় তার ভালোবাসায় স্পর্শে
নীল আকাশের নিচে,
ভালোবাসার পরশে।
সে মন জেগে থাকবে কি পথের প্রান্তে ?
বিদেশিনী বসে বসে ভাবছে মনে তার,
ভালবাসি তাকে আমি
খুঁজছি কি দিবারাত ?
স্বপ্নের ভোরে - বিদেশিনী নদীর পাড়ে
আমি শুধু হাসি চুপটি করে।
সে দূরে যেতো
চুলের বাঁধন খুলে যেতো,
বেঁধে দিতুম চুলখানি ,
একটু হেসে একটি ঘেষে ঘেষে।
সে বলত তুমি কাঁদছো কেন ?
এই ভর দুপুরের বেশে!
হঠাৎ পাখির কলরবে,
অপেক্ষার প্রহরে ভাবছি মনে মনে,
নিদ্রা নাই দুনয়নে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast